Narendra Modi In Jalpaiguri: নজরে লোকসভা, শীঘ্রই উত্তরবঙ্গ যাচ্ছেন মোদী

Nileswar Sanyal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 02, 2024 | 12:58 PM

Narendra Modi In Jalpaiguri: বস্তুত, এর আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ময়নাগুড়িতে সভা করেছিলেন মোদী। পাঁচ বছর পর আবার লোকসভা নির্বাচনের আগে জেলায় যাচ্ছেন বিজেপি শিবিরের এই শীর্ষ নেতা। সেই সময় এসে সার্কিট বেঞ্চ চালু করার কথা বলেছিলেন।

Narendra Modi In Jalpaiguri: নজরে লোকসভা, শীঘ্রই উত্তরবঙ্গ যাচ্ছেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: PTI

Follow Us

জলপাইগুড়ি: লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই ভোটের প্রচারে নেমে পড়েছে সকল রাজনৈতিক দল। পদ্ম শিবিরের শীর্ষ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা থেকে ভোটের প্রচার শুরু করেছেন তিনি। গত শুক্রবার আরামবাগে তিনি প্রথম সভা করেছেন। শনিবার সভা করছেন নদিয়ায়। বিজেপি শিবির সূত্রে খবর, আগামী ৯ ই মার্চ বা ১০ই মার্চ উত্তরবঙ্গের জলপাইগুড়ি যেতে পারেন তিনি।

বস্তুত, এর আগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ময়নাগুড়িতে সভা করেছিলেন মোদী। পাঁচ বছর পর আবার লোকসভা নির্বাচনের আগে জেলায় যাচ্ছেন বিজেপি শিবিরের এই শীর্ষ নেতা। সেই সময় এসে সার্কিট বেঞ্চ চালু করার কথা বলেছিলেন।

এ দিন, জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন, “এই সপ্তাহে বা সামনের সপ্তাহে নরেন্দ্র মোদীর সভা জলপাইগুলি বা শিলিগুড়িতে হতে চলেছে। কোথায় হবে নিশ্চিত নয়। কেন্দ্রীয় সরকারের যত প্রকল্পে মানুষ উপকৃত হয়েছেন তাদের নিয়ে জলপাইগুড়ি জেলায় তাদের সম্মেলন হলে। আমরা হিন্দি বাংলা নেপালি ভাষায় কেন্দ্রের যত প্রকল্প আছে সেটার পুস্তিকা নিয়ে বাড়ি বাড়ি যাব। এছাড়াও মোদীজির যে সকল প্রকল্প রাজ্য সরকার বঞ্চিত করেছে সেই বিষয়টিও বাড়ি বাড়ি জানানো হবে। আর কেন কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে সেই বিষয়টিও আমরা খুব শীঘ্রই সামনে আনব।”

প্রসঙ্গত আজ নরেন্দ্র মোদী জানিয়েছেন, ফরাক্কা ও রায়গঞ্জের মধ্যে জাতীয় সড়ক উদ্বোধন করা হয়েছে। এর জন্য ২০০০ কোটি টাকা খরচ করা হয়েছে। এর ফলে বহু মানুষের যাতায়াত সহজ হবে। এর পাশাপাশি আজিমগঞ্জ-মুর্শিদাবাদ নতুন লাইন, বাজারসৌ-আজিমগঞ্জ ডবল লাইন সহ একাধিক প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী। মোট ১৫০০০ কোটি টাকার প্রকল্পের সূচনা হল এদিন।

Next Article