ময়নাগুড়ি: আর্থিক প্রতারণার পর এক মহিলা ও তাঁর মেয়েকে শারীরিক নিগ্রহের অভিযোগ। শুধু তাই নয়, তাঁদের শ্লীলতাহানির (Physical Harassment) চেষ্টা এবং প্রাণনাশের চেষ্টার অভিযোগও রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এবার এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি থানা এলাকায়। জানা গিয়েছে, ওই যুবক বছর খানেক আগে মহিলার থেকে টাকা ধার নিয়েছিল। পরবর্তী সময়ে সেই টাকা ফেরত চাইতে গেলে, বিভিন্ন অছিলা দেখাতে থাকে, কিন্তু কোনও টাকা আর ফেরত দেয় না বলে অভিযোগ।
অভিযোগ, চলতি মাসের ৩ তারিখ টাকা ফেরত দেওয়ার কথা বলে ওই মহিলাকে বাড়িতে ডেকেছিল অভিযুক্ত যুবক। মহিলা তাঁর মেয়ে ও ভাগ্নেকে নিয়ে অভিযুক্তর বাড়িতে গিয়েছিল। আর এরপরই তাঁদের উপর চড়াও হয় অভিযুক্ত ও তার সাঙ্গপাঙ্গ। সারাদিন বাড়িতে আটকে রাখা হয় তাঁদের। অত্যাচার ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পরে তাঁদের গায়ের কাপড় খুলে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। সেই সময় মহিলার ভাগ্নে বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে চিৎকার ও আর্তনাদ শুনে আশপাশের এলাকার লোকেরা অভিযুক্তর বাড়িতে এসে তাঁদের উদ্ধার করেন। ঘটনার জেরে ৪ নভেম্বর ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা। দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ। আর এরপরই সোমবার রাতে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ওই যুবককে আদালতে পেশ করা হলে বিচারক তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। সরকার পক্ষের আইনজীবী এই বিষয়ে বলেন, ওই যুবকের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, মহিলাকে মারধর এবং শ্লীলতাহানি সংক্রান্ত অভিযোগে ময়নাগুড়ি থানার পুলিশ গ্রেফতার করেছিল। তাকে আদালতে পাঠালে বিচারক তার জামিন নাকচ করে তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।