Fever: মাত্র দু’দিনের জ্বর, কাশতে কাশতেই মৃত্যু, ধূপগুড়িতে অজানা আতঙ্ক

Rony Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 29, 2024 | 11:28 AM

Fever Death: কী কারণে যুবকের মৃত্যু, তা জানতে না পারায় দেহ ময়নাতদন্তের পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই পুলিশের পক্ষ থেকে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

Fever: মাত্র দুদিনের জ্বর, কাশতে কাশতেই মৃত্যু, ধূপগুড়িতে অজানা আতঙ্ক
মৃত যুবক
Image Credit source: TV9 Bangla

Follow Us

ধূপগুড়ি: এখন শীতকাল। কখনও তাপমাত্রা কমছে, কখনও বাড়ছে। ফলে, জ্বর-সর্দি-কাশি লেগেই আছে অনেকের। ধূপগুড়ির বাসিন্দা কাঞ্চন চক্রবর্তী সেরকমই জ্বরে ভুগছিলেন। জ্বরের ওষুধও খাচ্ছিলেন তিনি। মাত্র দু’দিন হল জ্বর হয়েছিল। হঠাৎ কাশি, আর তারপরই মৃত্যু। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত্যুর কারণ জানতে দেহের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ।

মৃত যুবকের নাম কাঞ্চন চক্রবর্তী (৩৭)। তিনি ধূপগুড়ি ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সূত্রের খবর, গত দু’দিন থেকে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে পড়েছিলেন যুবক। পরিবারের দাবি, হাসপাতালে যেতে বলা হলেও অস্বীকার করেন ওই যুবক। সামান্য জ্বর বলে এড়িয়ে যাচ্ছিলেন তিনি। শনিবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয়।

মৃতের দাদা জানিয়েছেন, জ্বরের সঙ্গে প্রচণ্ড কাশি হচ্ছিল তাঁর ভাই কাঞ্চনের। হঠাৎ কাশতে কাশতে মুখ থেক রক্ত বেরিয়ে আসে। এই দেখে পরিবারের লোকেরা তৎক্ষণাৎ তাঁকে নিয়ে যান ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরাও মৃত্যুর কারণ সঠিকভাবে বলতে পারছেন না বলে জানিয়েছেন মৃতের দাদা কৌশিক চক্রবর্তী।

এদিকে কী কারণে যুবকের মৃত্যু, তা জানতে না পারায় দেহ ময়নাতদন্তের পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই পুলিশের পক্ষ থেকে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে মৃতদেহটি রয়েছে ধূপগুড়ি থানায়। এরপর জলপাইগুড়িতে নিয়ে যাওয়া হবে।

Next Article