জলপাইগুড়ি: গ্রেফতার ১৯। ময়নাগুড়ি কাণ্ডে একেবারে সাড়ে চারশো জনের নামে শুয়োমোটো মামলা রুজু করে তদন্ত শুরু করে দিল পুলিশ। শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করতে হবে এই অভিযোগ তুলে একদিন আগে ময়নাগুড়ি ভোটপট্টি এলাকায় এশিয়ান হাইওয়েতে দীর্ঘক্ষণ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষও হয় স্থানীয়দের। অভিযোগ, মারধরও করা হয় পুলিশ কর্মীদের। দু’টি গাড়িও ভেঙে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সারারাত এলাকায় এলাকায় পুলিশি টহলও চলে।
স্থানীয় বাসিন্দা বাদল মণ্ডল, মহিমারঞ্জন রায়েরা বলছেন, বুধবাররে ঘটনার পর থেকেই তো গোটা এলাকা একেবারে থমথমে। পুলিশ রয়েছে দিকে দিকে। আতঙ্কে লোকজন রাস্তায় বের হচ্ছে। ভয়ে এলাকার ব্যবসায়ীরা দোকানও খোলেনি।
পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে আপাতত ৪৫০ জনের নামে শুয়োমোটো মামলা রুজু হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে। এদের মধ্যে ৭০ জনের নাম ঠিকানা সংগ্রহ হয়েছে। এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কিছু অভিযুক্তকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।