জলপাইগুড়ি: মর্মান্তিক দুর্ঘটনার শিকার হল ছোট্টো শিশু। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথেই ঘটে যায় অঘটন। সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মুহর্তের মধ্যে শেষ হয় ছোট প্রাণটি। ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। জলপাইগুড়ির বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনালি চা বাগানের জঙলি লাইন। সেখানেই মৃত্যু হয় ওই পড়ুয়ার। সাইকেলে করে বাড়ি ফেরার পথে সেনাবাহিনীর গাড়ির চাকায় পিষে যায় বাচ্চাটি।বাগানের বাসিন্দারা ঘাতক সেনা গাড়িটিকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন সাওগাঁও সেনা ছাউনির উচ্চ পদস্থ আধিকারিক ও মাল থানার পুলিশের একটি দল।
স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুটির নাম অর্পিতা ওঁড়াও (৬)। মঙ্গলবার দুপুর ১ টার পর চা বাগানের একটি বেসরকারি স্কুল ছুটি হয়। এরপর পরিচিত একজনের সাইকেলে চেপে বেহাল কাঁচা সড়ক ধরে বাড়ি ফিরছিল অর্পিতা। সেই সময় আচমকা সেনাবাহিনীর একটি ভারি গাড়ি ধাক্কা মারে ওই সাইকেলে। ছিটকে পড়ে গিয়ে গুরুতর জখম হয় ছাত্রীটি। সেনার তরফে দ্রুত শিশুটিকে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছর শীতের সময়ে তিস্তার চরে সেনাবাহিনীর ফায়ারিং’ র জন্য চা বাগানের মেঠো পথ ধরে দিনভর সেনা গাড়িগুলো দাপিয়ে চলতে থাকে। যার জেরে কাঁচা রাস্তার খানা খন্দগুলোর অবস্থা আরও সঙ্গীহীন হয়ে পড়েছে। এর দোসর আবার কয়েকদিনের বৃষ্টি। ফলত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা।
এবার এদিন দুপুরে যখন স্কুল শেষে বাড়ি ফিরছিলো অর্পিতা, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেনার একটি গাড়ি সাইকেলে ধাক্কা মারলে ছিটকে গিয়ে পড়ে বাচ্চাটি। সাইকেল চালক উল্টোদিকে পড়ে যাওয়ায় বরাতজোরে বেঁচে যান তিনি। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দলে দলে এলাকাবাসী ও চা শ্রমিকরা জঙলি লাইনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘাতক গাড়িটির চালককেও শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে পরিস্থিতি মোকাবিলায় মাল থানার পুলিশের একটি দল এবং সংলগ্ন সেনা ছাউনির উচ্চ পদস্থ আধিকারিক এবং সেনা পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
জলপাইগুড়ি: মর্মান্তিক দুর্ঘটনার শিকার হল ছোট্টো শিশু। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথেই ঘটে যায় অঘটন। সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় মুহর্তের মধ্যে শেষ হয় ছোট প্রাণটি। ঘটনায় রীতিমত উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। জলপাইগুড়ির বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনালি চা বাগানের জঙলি লাইন। সেখানেই মৃত্যু হয় ওই পড়ুয়ার। সাইকেলে করে বাড়ি ফেরার পথে সেনাবাহিনীর গাড়ির চাকায় পিষে যায় বাচ্চাটি।বাগানের বাসিন্দারা ঘাতক সেনা গাড়িটিকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন সাওগাঁও সেনা ছাউনির উচ্চ পদস্থ আধিকারিক ও মাল থানার পুলিশের একটি দল।
স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুটির নাম অর্পিতা ওঁড়াও (৬)। মঙ্গলবার দুপুর ১ টার পর চা বাগানের একটি বেসরকারি স্কুল ছুটি হয়। এরপর পরিচিত একজনের সাইকেলে চেপে বেহাল কাঁচা সড়ক ধরে বাড়ি ফিরছিল অর্পিতা। সেই সময় আচমকা সেনাবাহিনীর একটি ভারি গাড়ি ধাক্কা মারে ওই সাইকেলে। ছিটকে পড়ে গিয়ে গুরুতর জখম হয় ছাত্রীটি। সেনার তরফে দ্রুত শিশুটিকে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছর শীতের সময়ে তিস্তার চরে সেনাবাহিনীর ফায়ারিং’ র জন্য চা বাগানের মেঠো পথ ধরে দিনভর সেনা গাড়িগুলো দাপিয়ে চলতে থাকে। যার জেরে কাঁচা রাস্তার খানা খন্দগুলোর অবস্থা আরও সঙ্গীহীন হয়ে পড়েছে। এর দোসর আবার কয়েকদিনের বৃষ্টি। ফলত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এই রাস্তা।
এবার এদিন দুপুরে যখন স্কুল শেষে বাড়ি ফিরছিলো অর্পিতা, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেনার একটি গাড়ি সাইকেলে ধাক্কা মারলে ছিটকে গিয়ে পড়ে বাচ্চাটি। সাইকেল চালক উল্টোদিকে পড়ে যাওয়ায় বরাতজোরে বেঁচে যান তিনি। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দলে দলে এলাকাবাসী ও চা শ্রমিকরা জঙলি লাইনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘাতক গাড়িটির চালককেও শারীরিকভাবে হেনস্তা করা হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে পরিস্থিতি মোকাবিলায় মাল থানার পুলিশের একটি দল এবং সংলগ্ন সেনা ছাউনির উচ্চ পদস্থ আধিকারিক এবং সেনা পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা