Tea Estate: ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে গেল ৩টি চা বাগান! ক্ষোভে ফুঁসছে ডুয়ার্স

Rony Chowdhury | Edited By: Soumya Saha

Oct 14, 2023 | 5:21 PM

Tea Garden Closed:চা শ্রমিকদের বিক্ষোভের মধ্যে আজ নাটকীয়ভাবে কাঁঠালগুড়ি চা বাগান এসে পৌঁছান বাগানের ম্যানেজার। আবার কাজ শুরু হয় কাঁঠালগুড়ির চা বাগানে। তবে চমুর্চি চা বাগানের মালিক কর্তৃপক্ষের দেখা মেলেনি এদিন।

Tea Estate: ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে গেল ৩টি চা বাগান! ক্ষোভে ফুঁসছে ডুয়ার্স
চা বাগান বন্ধ হচ্ছে ডুয়ার্সে
Image Credit source: TV9 Bangla

Follow Us

বানারহাট: পুজোর মুখে একের পর এক চা বাগান (Tea Garden) বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের চা বলয়ে। শুক্রবার দু’টি চা বাগান বন্ধ হয়েছে। তার ২৪ ঘণ্টার মধ্যে তালা ঝুলল আরও একটি চা বাগানে। মহালয়ার সকালে ডুয়ার্সের (Dooars) বানারহাট ব্লকের কাঁঠালগুড়ি ও চমুর্চি চা বাগান বন্ধ করে দেওয়া হয়েছিল। শনিবার সকালে চা বাগানে শ্রমিকরা সেখানে গিয়ে দেখতে পান, তালা বন্ধ গেট। বাগান ছেড়ে চলে গিয়েছিলেন মালিক কর্তৃপক্ষ। বাগান বন্ধ দেখে বাইরে টানা বিক্ষোভ দেখাতে থাকেন চা বাগানের শ্রমিকরা।

স্থানীয় থানার পুলিশকর্মীরাই ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে চা শ্রমিকদের বিক্ষোভের মধ্যে আজ নাটকীয়ভাবে কাঁঠালগুড়ি চা বাগান এসে পৌঁছান বাগানের ম্যানেজার। আবার কাজ শুরু হয় কাঁঠালগুড়ির চা বাগানে। তবে চমুর্চি চা বাগানের মালিক কর্তৃপক্ষের দেখা মেলেনি এদিন। গত ২৪ ঘণ্টায় মোট তিনটি চা বাগানে তালা ঝুলল।

হঠাৎ করে পুজোর মুখে চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে শ্রমিকদের। রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন প্রায় কয়েক হাজার শ্রমিক। পুজোর মুখে যখন গোটা বাংলা উৎসবের মেজাজে, তখন রুজি রোজগারের চিন্তায় দিশেহারা এই চা বাগানের শ্রমিকরা। উৎসবের আনন্দ প্রায় ফিকে হয়ে গিয়েছে সেখানে। ডুয়ার্সের চা বলয়ে কাজ হারানো শ্রমিকদের মধ্যে এখন শুধুই বিষাদের ছায়া। কীভাবে সংসার টানবেন, তা ভেবে কূল কিনারা পাচ্ছেন না কর্মহীন চা শ্রমিকরা।

আজ সকালে চা বাগানের গেটে তালা ঝুলতে দেখে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। চা বাগানের গেটের বাইরে প্রতিবাদ বিক্ষোভও চলে। পুজোর মুখে শ্রমিকদের কথা না ভেবেই এভাবে চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় কার্যত ক্ষোভে ফুঁসছেন ডুয়ার্সবাসী।  একের পর এক চা বাগানের গেটে তালা ঝুলতে থাকায় ডুয়ার্সবাসীর ক্ষোভ ক্রমেই বাড়ছে।

Next Article