Jalpaiguri Storm: মমতা রাতেই পৌঁছে গেলেন নিহতদের পরিবারের কাছে, শুনলেন সবটা…

Apr 01, 2024 | 12:16 AM

UPDATE Storm in Jalpaiguri: ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড জলপাইগুড়ি সদর ও ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকা। সুকান্তনগর এলাকায় গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে এক পথচারীর। ঝড়ের দাপটে পাহাড়পুরে টোটো উল্টে মৃত্য়ু হয়েছে এক মহিলার। ময়নাগুড়ি ও জলপাইগুড়ি মেডিক্যাল মিলিয়ে দুই হাসপাতালে আড়াইশোর বেশি মানুষ।

Jalpaiguri Storm: মমতা রাতেই পৌঁছে গেলেন নিহতদের পরিবারের কাছে, শুনলেন সবটা...
নিহতদের পরিজনদের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর।
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: প্রাকৃতিক দুর্যোগের জেরে জলপাইগুড়িতে নিহত ৪। রবিবার রাতেই জলপাইগুড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সোমবার সকালে। আজ রাতে কিংবা সোমবার সকালে রওনা দিতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড জলপাইগুড়ি সদর ও ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকা। সুকান্তনগর এলাকায় গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে এক পথচারীর। ঝড়ের দাপটে পাহাড়পুরে টোটো উল্টে মৃত্য়ু হয়েছে এক মহিলার। ময়নাগুড়ি ও জলপাইগুড়ি মেডিক্যাল মিলিয়ে দুই হাসপাতালে আড়াইশোর বেশি মানুষ।

সর্বশেষ আপডেট প্রথম পয়েন্টে

  1. ক্ষতিগ্রস্ত এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে এক নিহতের বাড়ি গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে ফের এগোয় মুখ্যমন্ত্রীর কনভয়।
  2. দুর্যোগের খবর পেয়ে এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, ‘প্রিয়জনদের যাঁরা হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে, ক্ষতিগ্রস্তদের যথাযথ সাহায্যের কথা বলা হয়েছে। বাংলার সমস্ত বিজেপি কর্মীদের বলব ক্ষতিগ্রস্তদের পাশে থাকুন।’
  3. মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। মমতা বলেন, “আমি দেখলাম ভয়াবহ ঝড়টা এসেছিল। খুব ক্ষণিকের জন্য। ক্ষতি কোচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে। কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা হল ৫ জন মারা গিয়েছেন। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাতেই। আরেকজনকে উত্তরবঙ্গ হাসপাতালে শিফট করা হচ্ছে। কাল বিকালে অভিষেক আসবে, দেখে নেবে। রাজ্য সরকার সম্পূর্ণ পাশে আছে। তবে এখন যেহেতু এমসিসি কোড চলছে প্রশাসন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে।”
  4. বাগডোগরায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ৫ জন মারা গিয়েছেন দুর্যোগে। আহতদের দেখতে রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন তিনি।
  5. যে ঝড় রবিবার বিকালে হয়েছে তা কালবৈশাখী নাকি টর্নেডো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ময়নাগুড়ির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যার সঙ্গে মিল রয়েছে টর্নেডোর। কয়েক মিনিটের ঝড় উড়িয়ে নিয়ে গিয়েছে সবকিছু।
  6. দ্রুত ত্রাণ দেওয়ার কথা এক্স হ্যান্ডেলে লিখেছেন শুভেন্দু অধিকারী।
  7. ইতিমধ্যেই রাজভবনে এমার্জেন্সি কন্ট্রোল রুম খোলা হয়েছে । এডিসি মেজর নিখিল কুমারকে নোডাল অফিসার করা হয়েছে কন্ট্রোল রুমের। রাজভবন জানাচ্ছে , ইতিমধ্যেই বেশ কিছু ফোন এসেছে উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে।
  8. রাজ্যপাল সিভি আনন্দ বোসও জলপাইগুড়ি র উদ্দেশে রওনা হবেন। আজ রাতেই ট্রেনে বা কাল সকালের উড়ানে রওনা দেবেন।
  9. আলিপুরদুয়ার ১- ব্লক ও কুমারগ্রামে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে প্রাণহানির কোনও খবর নেই। আলিপুরদুয়ার-১ নম্বর ব্লকের তিনটি গ্রামপঞ্চায়েত এলাকা বিদ্যুৎ বিহীন। অন্ধকারে এলাকা। জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, বিদ্যুৎ দফতর কাজ শুরু করেছে।
  10. মাথাভাঙায় কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি এলাকা। এখনও পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন বলে খবর পাওয়া গিয়েছে। মহকুমাজুড়ে অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত বলে খবর। মাথাভাঙা-১ ব্লকের কুর্শামারি পচাগড় গ্রামপঞ্চায়েতের বড় কাঊওয়ারডারা এলাকায় ব্যাপক ঝড়ের তাণ্ডব চলে বলে জানা গিয়েছে।
Next Article