Banarhat TMC: ‘সাপোর্ট করবে দলের এমন কেউ নেই’, বোর্ড গঠনের আগে সিপিএম ছেড়ে তৃণমূলে জয়ী প্রার্থী

Rony Chowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 03, 2023 | 10:55 AM

Banarhat TMC: উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম বিজয় প্রার্থীকে তৃণমূলে যোগদান করিয়ে বোর্ড গঠনে আসার আলো দেখছেন তৃণমূল নেতৃত্ব।

Banarhat TMC: সাপোর্ট করবে দলের এমন কেউ নেই, বোর্ড গঠনের আগে সিপিএম ছেড়ে তৃণমূলে জয়ী প্রার্থী
সিপিএম থেকে তৃণমূলে যোগ

Follow Us

জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পঞ্চায়েত বোর্ড গঠনের তোড়জোড় শুরু শাসক দলের। ত্রিশঙ্কু বোর্ড গুলি নিজেদের দখলে আনতে মরিয়া সমস্ত রাজনৈতিক দল। এবারে সিপিআইএম- এর পঞ্চায়েত সদস্য ভাঙিয়ে নিজেদের দলে টানল রাজ্যের শাসক দল। বানারহাটের শালবাড়ি -১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। একক ভাবেই পঞ্চায়েত বোর্ড গঠনে অনেকটাই এগিয়ে গেল তৃণমূল। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। এখন নির্দল প্রার্থীদের দিকেই তাকিয়ে বিজেপি এবং তৃণমূল।

সিপিআইএম পঞ্চায়েত সদস্যর দাবি, আগে পিছে কেউ নেই তাঁদের সঙ্গে। পাশে থাকবেন, এমন বামফ্রন্টের জেলা থেকে ব্লক পর্যন্ত কোনও বড় নেতা নেই। এমনই গুরুতর অভিযোগ তুলে হতাশ হয়ে তার অনুগামীদের সঙ্গে নিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বামফ্রন্টের জয়ী প্রার্থী ফাগু ওরাও। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়েই গ্রামের উন্নয়নের স্বার্থে তাঁর এই যোগদান।

উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম বিজয় প্রার্থীকে তৃণমূলে যোগদান করিয়ে বোর্ড গঠনে আসার আলো দেখছেন তৃণমূল নেতৃত্ব। বাকি দু’জন দ্রুত যোগদান করবে বলেই দাবি করেন বানারহাটের তৃণমূলের ব্লক সভাপতি সাগর গুরুং। শাসক নেতার দাবি অনুযায়ী, এক কথায় বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এখন দেখার কে এই বোর্ড গঠন করে।

শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৭ । এবারে ত্রিশঙ্কু ফলাফল বিজেপি ৬, তৃণমূল ৬, কংগ্রেস ২, সিপিআইএম ১, অন্যান্য ২। সিপিআইএম পঞ্চায়েত যোগদান করায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য বেড়ে হলো ৭ জন। ম্যাজিক ফিগার ৯। দ্রুত আরও দুজনকে যোগদান করিয়ে বোর্ড গঠন করবে তৃণমূল এমনটাই দাবি করেন তৃণমূল নেতা সাগর গুরুং।

Next Article