জলপাইগুড়ি: গত ২৯ অগস্ট একটি রিপোর্ট প্রকাশ করে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবি। সেখানে বলা হয় পশ্চিমবঙ্গে কৃষি ও কৃষি সম্পর্কিত ক্ষেত্রে আত্মহত্যা শূন্য। সূত্রের খবর, রাজ্যের পাঠানো তথ্যের ভিত্তিতেই পরিসংখ্যান তৈরি করে এনসিআরবি। কিন্তু, সম্প্রতি এক আরটিআইয়ের তথ্য সামনে আসতেই শুরু হয়ে যায় চাঞ্চল্য। যাতে স্পষ্ট দেখা যাচ্ছে কৃষক আত্মহত্যায় বাংলার অবস্থা রীতিমতো ভয় ধরাচ্ছে। আরটিআই-এর (RTI) হিসেব বলছে, শুধুমাত্র ২০২১ সালেই পশ্চিম মেদিনীপুর জেলাতে কৃষি ও কৃষি সম্পর্কযুক্ত ক্ষেত্রে ১২২ জন মানুষ আত্মহত্যা (Farmer Suicide) করেছেন। এবার এই আরটিআইকে হাতিয়ার করে সুর চড়াতে দেখা গেল বিজেপি কিষাণ মোর্চার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডক্টর শম্ভু কুমারকে।
দলীয় কর্মসূচিতে যোগ দিতে জলপাইগুড়িতে এসেছেন তিনি। সেখান থেকেই এই আরটিআইকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপ দাগেন তিনি। তাঁর দাবি, “দেশের মধ্যে সবচেয়ে বেশি কৃষক পশ্চিমবঙ্গে আত্মহত্যা করেছে। এই রিপোর্ট চেপে রেখেছিলো রাজ্য সরকার। আমরা RTI করে এই তথ্য পেয়েছি।” প্রসঙ্গত, আত্মনির্ভর কৃষি, আত্মনির্ভর কৃষক এই স্লোগানকে সামনে রেখে আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর ডুয়ার্সের লাটাগুড়িতে দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে বাংলা,বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, আন্দামান ও ছত্রিশগড় এই ছয় রাজ্যের বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতি ও পদাধিকারীদের নিয়ে পূর্ব ক্ষেত্রের প্রশিক্ষন বর্গ অনুষ্ঠিত হতে চলেছে। তার প্রস্তুতি খতিয়ে দেখতে জলপাইগুড়িতে এসেছেন ডক্টর শম্ভু কুমার। এদিন তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপি কিষান মোর্চার উত্তরবঙ্গের নেতারা। উত্তরবঙ্গে পা দিয়েই ঘাসফুল শিবিরের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপ দাগলেন তিনি।
এদিকে বিজেপি নেতার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূল খেত মজদুর ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সভাপতি দুলাল দেবনাথ। তিনি বলেন, “আগে RTI এর কাগজ দেখাক বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই রাজ্যের কৃষকদের জন্য যা করেছেন ভারতে অন্য রাজ্যে এমনটা হয়নি। আসলে সামনে পঞ্চায়েত ভোট আসছে তাই এসব মিথ্যা অভিযোগ করে বেড়াচ্ছে বিজেপি নেতারা।”