Malbazar: ঢুকতে দেওয়া হয়নি প্রথমে, নথি দেখিয়ে পরে মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেলেন মালবাজারের সেই দুই উদ্ধারকারী

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 18, 2022 | 12:51 PM

Jalpaiguri: সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে মালবাজারের বিসর্জন বিপর্যয়ের ঘটনায় উদ্ধারকারীদের। কিন্তু সেই সভায় আমন্ত্রণ পেলেন না উদ্ধারকারী দুই যুবক।

Malbazar: ঢুকতে দেওয়া হয়নি প্রথমে, নথি দেখিয়ে পরে মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেলেন মালবাজারের সেই দুই উদ্ধারকারী
তরিফুল ইসলাম ও ফরিদুল ইসলাম (নিজস্ব চিত্র)

Follow Us

মালবাজারে: সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার মালবাজার পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দশমীর রাতে মাল নদীতে হড়পা বানে মৃত আট জনের পরিবারের সঙ্গে এদিন দেখা করতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন তিনি। তাঁদের পাশে থাকার বার্তা দিলেন। মঙ্গলবার রয়েছে মুখ্যমন্ত্রীর সভা। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে মালবাজারের বিসর্জন বিপর্যয়ের ঘটনায় উদ্ধারকারীদের। কিন্তু সেই সভায় আমন্ত্রণ পেলেন না উদ্ধারকারী দুই যুবক। পরে ওই দুই উদ্ধারকারীর নথি দেখে ঢুকতে দেওয়া হয় তাঁদের।

তরিফুল ইসলাম ও ফরিদুল ইসলাম। দশমীর দিন বিপর্যয়ের সময় প্রাণ রক্ষা করেছিলেন অনেকের। তবে মুখ্যমন্ত্রীর সভায় বাকিদের সঙ্গে আমন্ত্রণ জানানো হলেও তাঁদের অভিযোগ আমন্ত্রণ পাননি তাঁরা। তবে আমন্ত্রণনা পেলেও আজ অবশ্য এই দুই যুবক মাল আদর্শ বিদ্যাভবনে আসেন। সঙ্গে নিয়ে আসেন একাধিক সম্বর্ধনার স্মারক। দু’জনই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেকেই আমাদের সম্বর্ধনা দেয়। বিধায়ক আমাদের শুভেচ্ছা জানান। কিন্তু তালিকায় সকলের নাম থাকলেও আমরা কেন বাদ পড়লাম সেটা বুঝতে পারছি না। তাও আশা নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ আমাদের বের করে দিল।’

এই বিষয়ে তরিফুল ও ফরিদুলের বড় দাদা বলেন, ‘দশমীর দিন যে ঘটনা ঘটেছিল সেখানে আমার এই দুই ভাই ছিল। ওরা ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন অনেককে। ভিডিয়োতে সেই প্রমাণ আছে। সবাই গিয়ে ওদের সম্বর্ধনা দিয়েছিল। জলপাইগুড়ি থেকে দুলাল দেবনাথ গিয়েছিলেন। কিন্তু আজকে দেখছি ওদের এখানে আসার জন্য কোনও আমন্ত্রণ পত্র দেওয়া হয়নি।’

তরিফুল ইসলাম বলেন, ‘আমরা নদীতে নেমেছিলাম। সবাইকে উদ্ধার করেছিলাম সেই সময়। আমরা একটি পরিবারের চারজনকে উদ্ধার করেছিলাম। মালবাজারে সেই পরিবার আমাদেরও চিনতে পারছে। তাহলে আমাদের কেন এখানে ডাকা হল না?মেটেলি ব্লকে আমাদের কেন ডাকা হয়নি?আজকে এখানে দেখি বলছে লিস্টে আমাদের নাম নেই। যাদের নাম রয়েছে তাঁরা সকলে মাল ব্লকের বাসিন্দা।’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Next Article