Mamata Banerjee: হড়পা বানে নিহতদের পরিবারে একজনের চাকরি, উদ্ধারকারীদের ১ লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 18, 2022 | 2:21 PM

Malbazar: মালবাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক। আদর্শ বিদ্যাভবন স্কুলে সেই বৈঠক করেন।

Mamata Banerjee: হড়পা বানে নিহতদের পরিবারে একজনের চাকরি, উদ্ধারকারীদের ১ লক্ষ টাকার চেক মুখ্যমন্ত্রীর
মালবাজারে মুখ্যমন্ত্রী (নিজস্ব চিত্র)

Follow Us

মালবাজার: মালবাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক। আদর্শ বিদ্যাভবন স্কুলে সেই বৈঠক করেন। হড়পা বানে স্বজনহারাদের পরিবাররে একজনকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উদ্ধারকারীদের কৃতজ্ঞতা জানান। উদ্ধারকারীদেরও ১ লক্ষ টাকার চেক দেন মুখ্যমন্ত্রী।

  1. মালবাজারে আদিবাসী ভবন তৈরি করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. এরপর বন্যা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য আগে জল ছেড়ে বন্যা করে দেওয়া হত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি ডিভিসির (DVC)-র সঙ্গে কথা বলে জল ছাড়ার তদারকি করেছেন।
  3. মঙ্গলবার নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘এই কেসের তদন্ত শুরু হয়েছে। কেউ দোষী হলে তারা শাস্তি পাবে।’
  4. এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘মালবাজারে থাকার তেমন একটা জায়গা নেই। জলপাইগুড়ির আর্কিটেকচার সুন্দর। টাকা কম খরচ করে থাকার সুন্দর জায়গা তৈরি করতে হবে।’
  5. মঙ্গলবার উদ্ধারকারীদেরও চাকরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে তাঁদের ভূয়সী প্রশংসা করেন। এর পাশাপাশি উদ্ধারকারী ৭ যুবককে ১ লক্ষ টাকার চেক, সাহসিকতার সম্মান দেন তিনি।উদ্ধারকারী যুবকদের চাকরি দেওয়ারও প্রস্তাব দেন।
Next Article