ধূপগুড়ি: নিঝুম রাত।সকলেই ঘুমোচ্ছিলেন। তখনই অঘটন। শীতের রাতে ঘরের সিধ কেটে চুরি। মেয়ের বিয়ের গহনা, জমানো টাকা-পয়সা নিয়ে লোপাট। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি (Dhupguri) বারোঘরিয়া প্রধানপাড়া এলাকায়।একে শীতকাল। তার উপর প্রচণ্ড কুয়াশা। আর অন্ধকারে ডুবেছে গোটা গ্রাম। সেই সুযোগে কাচা বাড়ির ঘরের সিধ কেটে ঘরে ঢোকে চোর। এরপর ঘরের লাইট অফ করে দিয়ে শোকেসে রাখা সোনার গহনা নগদ টাকা চুরির করে চম্পট দেয় তারা। বিষয় জানতে পারেন যখন ঘুম থেকে ওঠেন বাড়ির মালিক গোপাল মণ্ডল।
তিনি উঠে দেখেন ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সোনার গহনার ব্যাগ, কাগজপত্র, এমনকী শোকেসের দরজা ভাঙা রয়েছে। এটা দেখেই বাড়ির লোকেরা বুঝতে পারেন। ঘরে চুরি হয়েছে। কীভাবে ঘরে চোর ঢুকলো তা খোঁজাখুঁজি করতে শুরু করলে দেখা যায় মাটির সিং কেটে চৌকির তলা দিয়ে ঘরে ঢুকে ছিল চোর।
গোটা ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়ে। গোটা ঘটনায় ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন বাড়ির মালিক। স্থানীয় প্রতিবেশী দীনবন্ধু রায় বলেন, “গোপাল খুবই দরিদ্র পরিবারের একজন। সামনেই বিয়ে রয়েছে ওনার মেয়ের। এবার রাতে কে বা কারা এসে মাটি খুঁড়ে ভিতরে ঢুকে শোকেস থেকে সোনার গহনা, নগদ টাকা, সব কিছু নিয়ে চম্পট দিয়েছে। গোটা পরিবার ভেঙে পড়েছে। কী করবে বুঝতে পারছে না। থানায় অভিযোগ করবে। শুনেছি লাইট অফ করে দিয়েই এই কাজ করেছে।”