Jalpaiguri TMC: বিজেপি নেতার বাড়ি ঘিরতে জলপাইগুড়িতে প্রস্তুতি বৈঠক তৃণমূলের

Nileswar Sanyal | Edited By: অংশুমান গোস্বামী

Jul 26, 2023 | 11:14 PM

এই বৈঠকের কথা শুনে পাল্টা তোপ দেগেছে বিজেপি। বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ জানিয়েছেন, কৃষ্ণ দাস আগেও হুমকি দিয়ে সেই কাজ করে দেখাতে পারেননি।

Jalpaiguri TMC: বিজেপি নেতার বাড়ি ঘিরতে জলপাইগুড়িতে প্রস্তুতি বৈঠক তৃণমূলের
বিজেপি নেতাদের বাড়ি ঘিরতে বৈঠকে তৃণমূল নেতৃত্ব।
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: তৃনমূলের ঘেরাও কর্মসূচি ঘিরে পারদ চড়ছে জলপাইগুড়ি জেলায়। বিজেপির জেলা সভাপতির বাড়ি ঘেরাও করতে অনুগামীদের নিয়ে রীতিমতো প্রস্তুতি বৈঠক করলেন তৃণমূলের দাপুটে নেতা কৃষ্ণ দাস। এই প্রস্তুতির খবর শুনে পাল্টা দিল সে জেলার বিজেপি নেতৃত্ব। পদ্মশিবিরের তরফে জানানো হয়েছে ঘেরাও করতে এলে তৃণমূলের লোকেদের ভালো ভালো খাবার খাওয়াবেন তাঁরা।

২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫ অগস্ট রাজ্যের সব স্তরের বিজেপি নেতাদের বাড়ি শান্তিপূর্ণ ভাবে ঘেরাও করার জন্য নির্দেশ দেন তৃণমূল সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ১০০ মিটার দূরত্ব রেখে এই কর্মসূচি পালনের কথা বলেছিলেন অভিষেকের ঘোষণার পর।

সেই কর্মসূচি পালনের জন্যই তৃণমূল নেতা কৃষ্ণ দাস নিজের অনুগামীদের নিয়ে বৈঠক করেন। এ নিয়ে কৃষ্ণ দাস বলেছেন, “আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশ মেনে আমরা আগামী ৫ ই অগস্ট বিজেপির জেলা সভাপতির বাড়িতে অবস্থান বিক্ষোভ করব। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ১০০ দিনের কাজের টাকা যেভাবে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে তাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এবং নিজেদের পাওনা টাকার দাবি জানাবেন।” প্রসঙ্গত, ঘাসফুলের এই দাপুটে নেতা পঞ্চায়েত নির্বাচনের বিজেপি জেলা সভাপতির বাড়ির উঠোনে গিয়ে মূত্রত্যাগের হুমকি দিয়েছিলেন।

এই বৈঠকের কথা শুনে পাল্টা তোপ দেগেছে বিজেপি। বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ জানিয়েছেন, কৃষ্ণ দাস আগেও হুমকি দিয়ে সেই কাজ করে দেখাতে পারেননি। এ বার বাড়ি ঘেরাও করতে এলে ভালো খাবার খাওয়াবেন বলে জানিয়েছেন।

Next Article