Awas Yojana: ‘ঘর পাওয়ার জন্য TMC করতে হবে’, আবাসে বিস্ফোরক তৃণমূল জেলা সভাপতি

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 31, 2022 | 4:33 PM

Awas Yojana: তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতির এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে।

Awas Yojana: ঘর পাওয়ার জন্য TMC করতে হবে, আবাসে বিস্ফোরক তৃণমূল জেলা সভাপতি
জলপাইগুড়ির তৃণমূল নেত্রী মহুয়া গোপ

Follow Us

জলপাইগুড়ি: আবাস যোজনার (Awas Yojana) ঘর পেতে গেলে করতে হবে তৃণমূল (Trinamool Congress)। এমনই মন্তব্য করলেন তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ। শুক্রবার বিকেলে জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় এক দলীয় কর্মিসভায় তৃণমূলের ওই জেলা নেত্রী বলেন, “পাহাড়পুরের এই বুথের বাসিন্দা হয়ে যদি সরকারি সুবিধা পেতে হয়, সব সরকারি সুবিধার পাশে যদি ঘরটাও পেতে হয়… ঘরটা পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস দলটাই করতে হবে। কোনও বিজেপি এসে আপনাদের ঘর দিতে পারবে না।” তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতির এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে।

ওই সভামঞ্চ থেকে মহুয়া গোপ আরও বলেন, “রাজ্য থেকে আপনার পঞ্চায়েত সবেতেই ক্ষমতায় তৃণমূল। আবাস যোজনা নিয়ে বিজেপি গ্রামের মানুষকে ভুল বোঝাচ্ছে। তারা গ্রামে গ্রামে ফর্ম বিলি করছে। বলছে আপনারা আমাদের সমর্থন করুন,আমরা আপনাদের ঘরের ব্যবস্থা করে দেব। কিছু মানুষ ভুল বুঝে বিজেপি নেতাদের পিছন পিছন ছুটছেন। কিন্তু বিজেপি আপনাদের ঘর দিতে পারবে না।” এই প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, “তৃণমূল সরকারের নিজস্ব কোনও প্রকল্প নেই। সব কেন্দ্রীয় প্রকল্পকে নিজেদের নামে চালাচ্ছে। টাকা দেবেন মোদী, আর লুঠ করবে তৃণমূল নেতারা, এটা আর বেশিদিন চলবে না। মহুয়া দেবী কীভাবে বলেন, তৃণমূল না করলে ঘর পাবে না? ঘরের টাকা কি তৃণমূল দেয়? জনতা জাগছে। এই সমস্ত তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখবে। সেই দিন আসন্ন।”

জলপাইগুড়ির তৃণমূল নেত্রীর ওই বক্তব্যের কড়া সমালোচনা করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “জলপাইগুড়িতে তৃণমূল না করলে ঘর পাওয়া যাবে না। তৃণমূল করাটা পূর্ব শর্ত। তৃণমূল করলে চারতলা বাড়ির লোকও ঘর পাবে, তৃণমূল না করলে পথের পাশের গরিব মানুষও ঘর পাবে না। গত দশ বছর ধরে যা চলছে, তা প্রত্যেকদিন স্পষ্ট প্রমাণিত হচ্ছে।”

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য আবার জলপাইগুড়ির ঘটনা নিয়ে বাঁকা খোঁচা দিয়েছেন। শমীকবাবু বলেন, “তৃণমূল সরকারে আছে। তৃণমূল পঞ্চায়েত চালাচ্ছে। তো সেখানে তৃণমূল করলেই ঘর পাওয়া যাবে। যিনি বলেছেন তিনি সঠিক কথাই বলেছেন। তিনি দলের কর্মসূচি মানুষের সামনে তুলে ধরেছেন। এতে আশ্চর্য হওয়ার মতো আমি কিছু দেখছি না। তৃণমূল বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে।”

Next Article