জলপাইগুড়ি: লাইনচ্যুত মালগাড়ি। অল্পের জন্য রক্ষা পেল বড় দুর্ঘটনা। ধূপগুড়িতে লাইনচ্যুত মালগাড়ির ইঞ্জিন ১২৪৯১( ডাউন )। ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে ইঞ্জিন শান্টিং করার সময় হঠাৎই লাইনচ্যুত হয়ে পড়ে। রেল লাইনের শেষ প্রান্তে একেবারে চলে আসে। রেলপাত শেষ হয়ে সেই এলাকায় রাস্তার সঙ্গে মিসেছে। যদিও বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ওই রাস্তা দিয়ে নিত্যযাত্রীরা যাতায়াত করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ৬:১০ নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ি স্টেশনের সাইট লাইন ৬ এন এন ৩৫ ক্রসিং গেটে। সেখানেই কার্যত ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে পড়ে।
দুর্ঘটনার জেরে রেল লাইনের বড় ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ডেট এন্ড ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে। মানুষের চলাচলের রাস্তার কাছে চলে আসে পাত। ওই রাস্তা দিয়ে প্রচুর মানুষের যাতায়াত। সেক্ষেত্রে বড় দুর্ঘটনা ঘটতেই পারত। তার হাত থেকে রক্ষা পায় সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। কী কারণ দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হয়েছে। চালক ও গার্ডের সঙ্গে কথা বলাও হচ্ছে।
প্রসঙ্গত, দু’দিন আগেই মধ্যপ্রদেশে সিংপুর রেলওয়ে স্টেশনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা হয়। বুধবার সকাল ৭ টা ১৫ মিনিট নাগাদ মধ্য প্রদেশের শাহদোলের দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের বিলাসপুর জোনে সিংপুর রেলওয়ে স্টেশনে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মালগাড়ির। অভিঘাত এতটাই ছিল যে দুই মালগাড়িতেই আগুন লেগে যায়। দুর্ঘটনায় এক লোকো পাইলটের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর মালগাড়ির চালকও। দুটি মালগাড়ি একই লাইনে কীভাবে চলে এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।