Royal Bengal Tiger: এবার দক্ষিণ নয় উত্তরবঙ্গে ডোরাকাটা, ট্রাপ ক্যামেরায় লাটাগুড়ির জঙ্গলে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল

West Bengal: জানা গিয়েছে, পাঁচ বছর আগে আনমোল ছেত্রী নামে এক ড্রাইভার পর্যটক নিয়ে গাড়ি চালিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন।

Royal Bengal Tiger: এবার দক্ষিণ নয় উত্তরবঙ্গে ডোরাকাটা, ট্রাপ ক্যামেরায় লাটাগুড়ির জঙ্গলে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল
লাটাগুড়ির জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2022 | 7:12 AM

জলপাইগুড়ি: এবার জলপাইগুড়ির লাটাগুড়ির জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। লাটাগুড়ির নেওড়ার জঙ্গলের ট্রাপ ক্যামেরাতে ধরা পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। ছবি প্রকাশ করেছে বন দফতর। এর আগে অর্থাৎ ২০১৭ সালে প্রথমবার লাভাতে প্রথমবার বাঘ দেখা গিয়েছিল। ছবিটি ক্যামেরাবন্দী করেছিলেন এক পর্যটক। এরপরই নেওড়ার জঙ্গলে ট্রাপ ক্যামেরা বসায় বনদফতর।রবিবার রাত্রিবেলা সেই ক্যামেরাতেই ধরা পড়ে ডোরাকাটার ছবি।

জানা গিয়েছে, পাঁচ বছর আগে আনমোল ছেত্রী নামে এক ড্রাইভার পর্যটক নিয়ে গাড়ি চালিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ রাস্তার পাশে হলুদ ডোরাকাট কিছু দেখতে পান। তখনই বুঝে ওঠার বাকি থাকে না কিছুই। রাস্তার পাশে এইভাবে বাঘ দেখতে পেয়ে গাড়ি থামিয়ে তার ছবি ক্যামেরাবন্দী করেছিলেন।

এরপর নেওড়ার জঙ্গলে ট্রাপ ক্যামেরা বসায় বনদফতর। এরপর থেকে বেশ কয়েকবার সেই ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে। এরপর ফের গতকাল রাত্রিবেলা বাঘের ছবি প্রকাশ করে জলপাইগুড়ি গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিসন।

এই ঘটনায় গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিসনের ডিএফও এক হোয়াটস অ্যাপ বার্তায় জানান, গত ছ’মাস ধরে এই ছবিগুলি ক্যামেরাবন্দী হয়েছে। এইগুলি একই বাঘের। নাকি আরও কোনও অন্য বাঘ এখানে এসেছে তা জানতে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে।’

বস্তুত, হামেশাই দক্ষিবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে বাঘের আক্রমণে মৎস্যজীবীদের মৃত্যুর খবর সামনে আসে। নদীর খাঁড়িতে কখনও মাছ অথবা কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ যায় তাঁদের। কয়েকদিন আগেও সুন্দরবনে বাঘের কামড়ে মৃত্যু এক মৎস্যজীবীর। মৃতের নাম সন্ন্যাসী মণ্ডল (৪৫)। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে সুন্দরবন ঝিলা জঙ্গল লাগোয়া নদীর খাঁড়িতে। গোসাবা ব্লকের কুমীরমারী গ্রাম পঞ্চায়েতের বুধবারের বাজার সংলগ্ন ঘোষ পাড়ার বাসিন্দা সন্ন্যাসী। পেশায় তিনি একজন মৎস্যজীবি। প্রতিনিয়ত সুন্দরবন জঙ্গল লাগোয়া নদী খাঁড়িতে মাছ-কাঁকড়া ধরা ও মধু সংগ্রহ করেই জীবনজীবিকা নির্বাহ করতেন।