Panchayat Elections 2023: ‘তৃণমূলের জেলা সভাপতির কাপড় খুলে যাবে’, বিজেপি নেতার মন্তব্যে শোরগোল জলপাইগুড়িতে

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jun 15, 2023 | 4:42 PM

Panchayat Elections 2023: আগামী ৮ জুলাই রাজ্যে ১ দফায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। ফলাফল ঘোষণা ১১ জুলাই। গোটা রাজ্যেই চলছে মনোনয়ন জমা। বৃহস্পতিবার পর্যন্ত করা দাখিল করা যাবে মনোনয়ন।

Panchayat Elections 2023: ‘তৃণমূলের জেলা সভাপতির কাপড় খুলে যাবে’, বিজেপি নেতার মন্তব্যে শোরগোল জলপাইগুড়িতে
বাঁদিকে বাপী গোস্বামী

Follow Us

জলপাইগুড়ি: “সাংবাদিক বৈঠক করে যদি তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করে তাহলে আর রক্ষা থাকবে না। এমন মারপিঠ শুরু হবে ওদের হয়তো জেলা সভাপতির কাপড় খুলে যেতে পারে। সেই ভয়েই প্রেস কনফারেন্স করেনি। ওরা কে কোথায় দাঁড়াচ্ছে নিজেরাও জানে না।” এ কথা বলেছেন বিজেপির (BJP) জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা সভাপতি বাপী গোস্বামী। যা নিয়ে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার বিতর্ক। নানা মহল থেকে উঠে আসছে প্রতিক্রিয়া। তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূলের (Trinamool Congress) SC,ST,OBC সেলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ দাস।

বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, “উনি যে মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা করি। ধিক্কার জানাই। মহিলাদের সম্পর্কে উনি যে কথা বলছেন তা সভ্য সমাজের জন্য ঠিক নয়। উনি সম্পূর্ণভাবে পাগলেন মতো বকছেন। অন্যায় কথা বলছেন। আমরা পার্টিগতভাবে এটা নিয়ে বসব। তারপর কী করা যায় দেখব। আমরা শান্তিপ্রিয়ভাবে নির্বাচন করতে চাইছি। মানুষের রায়কে প্রাধান্য দিতে চাইছি। কিন্তু, ওরা বিভিন্নভাবে উস্কানি দেওয়াক চেষ্টা করছে।” পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বাপী গোস্বামী বলেন, “বিজেপি তার নিজস্ব আদর্শ, নীতি নিয়ে এগিয়ে চলেছে। ২০২১ সালে আমরা যখন হেরে যায় তখন তৃণমূল বলেছিল বিজেপি ভ্যানিস। আমি ওদের বলব বিজেপি কী জিনিস সেটা তোরা দেখতে থাকবি।” 

প্রসঙ্গত, এবারে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ আসনে প্রার্থী হচ্ছেন কৃষ্ণ দাসের মেয়ে প্রনয়িতা দাস। এদিন মেয়েকে সঙ্গে নিয়ে বাবা তাঁর মনোনয়ন পত্র জমা দেন। প্রসঙ্গত, আগামী ৮ জুলাই রাজ্যে ১ দফায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। ফলাফল ঘোষণা ১১ জুলাই। মনোনয়ন জমার শেষ দিন ১৫ জুন। প্রত্যাহারের শেষ দিন ২০ জুন।

Next Article