AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: বৃষ্টিতে ভেঙে পড়ল প্রতিবেশীর বাড়ির মাটির দেওয়াল, আর ঘুম ভাঙল না ভাই-বোনের

Jalpaiguri: দ্রুত মাটির দেওয়াল সরিয়ে দুই ভাই-বোনকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। চিকিৎসকরা দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

Jalpaiguri: বৃষ্টিতে ভেঙে পড়ল প্রতিবেশীর বাড়ির মাটির দেওয়াল, আর ঘুম ভাঙল না ভাই-বোনের
কান্নায় ভেঙে পড়েছে মৃত দুই শিশুর পরিবারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 14, 2025 | 10:30 AM
Share

জলপাইগুড়ি: মুষলধারে বৃষ্টি। তার জেরে ভেঙে পড়ল প্রতিবেশীর বাড়ির দেওয়াল। তার নিচে চাপা পড়ে মৃত্যু হল দুই শিশুর। দুর্ঘটনাটি ঘটনাটি জলপাইগুড়িক রাজগঞ্জ এলাকার। মৃত দুই শিশুর নাম মধুমিতা মহন্ত(৩) ও দেবায়ন মহন্ত (দেড় বছর)।

গতকাল রাতে মুষলধারে বৃষ্টি চলাকালীন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভোরের আলো থানার পাঘালুপাড়া এলাকায় একটি বাড়ির মাটির দেওয়াল ভেঙে পড়ে। পাশের বাড়িতে ওই সময় ঘুমিয়েছিল দুই ভাই-বোন। প্রতিবেশীর বাড়ির মাটির দেওয়াল তাদের ঘরে ভেঙে পড়ে। নিচে চাপা পড়ে দুই শিশু।

দ্রুত মাটির দেওয়াল সরিয়ে দুই ভাই-বোনকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। চিকিৎসকরা দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া এলাকায়। দুই শিশুর দেহ বাড়ির পাশে সমাধিস্থ করা হয়।

আচমকা এই ঘটনায় শোকে পাথর সন্তানহারা মা। কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমি কতবার বলেছি, কাকু দেওয়ালটা সারিয়ে নিন। দরকারে দেওয়ালটা ভেঙে দিন। আমাদের কথা ওরা গুরুত্ব দেয়নি। আজ আমার দুই সন্তান চলে গেল। আমি কী করব?”

অন্যদিকে, গতকাল রাতে ২ ঘণ্টার টানা বৃষ্টিতে শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে। জল ঢুকে যায় বিভিন্ন দোকান-বাজারে। বিপর্যস্ত হয় জনজীবন। রাস্তাঘাটে জল জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়।