Road Maintain: পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি, চাঁদা তুলে রাস্তা সারাইয়ে নামলেন গ্রামবাসীরা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 04, 2022 | 8:16 PM

Dhupguri: বেশ কিছুদিন থেকেই বেহাল হয়ে পড়েছে গ্রামের রাস্তা। অল্প বৃষ্টিতেই জল জমে যায়, কখনো এক হাঁটু জল আবার কখনও কর্দমাক্ত  রাস্তায় যাতায়াত করতে হয় গ্রামবাসীদের।

Road Maintain: পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি, চাঁদা তুলে রাস্তা সারাইয়ে নামলেন গ্রামবাসীরা
চলছে রাস্তা সারাইয়ের কাজ

Follow Us

ধূপগুড়ি: গ্রামের রাস্তার অবস্থা বেহাল। একটু বৃষ্টি হলেই জমে যায় জল। রাস্তার বেহাল দশার কথা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু তাঁদের অভিযোগ, বার বার সে কথাও জানিয়েও কোনও লাভ হয়নি। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় সাধারণ মানুষের রোজকার যাতায়াতে প্রবল সমস্যা হয়। দুর্ভোগ আরও বেড়ে যায় গ্রামের কেউ অসুস্থ হলে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ না করায় রাস্তা সারাতে উদ্যোগী হলেন গ্রামবাসীরাই। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২ গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি গ্রামে ঘটেছে এই ঘটনা।

বেশ কিছুদিন থেকেই বেহাল হয়ে পড়েছে গ্রামের রাস্তা। অল্প বৃষ্টিতেই জল জমে যায়, কখনো এক হাঁটু জল আবার কখনও কর্দমাক্ত  রাস্তায় যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। এমনকি সমস্যায় পড়তে হয় পড়ুয়াদেরকেও। সবথেকে বেশি সমস্যায় পড়তে হয় যখন কোনও মানুষ অসুস্থ হয়ে পরেন। কারন অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অ্যাম্বুল্যান্স গ্রামে আসতে চায় না। এই বেহাল রাস্তা মেরামত করতে এর আগে বেশ কয়েকবার এলাকার পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু তাতেও কাজ হয়নি বলে অভিযোগ। এমনকি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন বাসিন্দারা। সে সময় প্রশাসনের আধিকারিকরা আশ্বাস দিয়েছিলেন রাস্তা সারানোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে।  তার পরেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো কাজ হয় নি।  আর সেই কারনে অবশেষে বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেদের পকেটের টাকা দিয়ে বালি,পাথর কিনে রাস্তা মেরামতের কাজ করলেন।

স্থানীয় বাসিন্দা কোলিন রায় বলেছেন, “রাস্তা দিয়ে চলাচল করতে পারছিলাম না। এত বাজে অবস্থা হয়েছিল। পঞ্চায়েত প্রধান জানায় এখন কোনও অনুদান নেই। তাই আমরা রাস্তা সারানোর কাজ শুরু করেছি। গ্রামবাসীরা যে যেমন পেরেছে চাঁদা দিয়েছে। সেই টাকাতেই সারাইয়ের কাজ চলছে। কিছু দিন আগে আমরা অবরোধও করেছিলাম। প্রশাসন আশ্বাস দিলেও কোনও কাজ হয়নি।”

Next Article