Dhupguri Physical Assault: ফাঁকা বাড়িতে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ‘ধর্ষণ’ , অন্তঃসত্ত্বার অভিযোগ পেয়েও ‘নিষ্ক্রিয়’ পুলিশ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 05, 2022 | 11:23 AM

Dhupguri Physical Assault: অভিযোগ উঠছে আরও বড়। নির্যাতিতা ও তাঁর মায়ের পাশে প্রতিবেশীরা দাঁড়ানোয়, তাঁদেরকে নাকি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে পুলিশের কয়েকজন কর্মীই।

Dhupguri Physical Assault: ফাঁকা বাড়িতে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ , অন্তঃসত্ত্বার অভিযোগ পেয়েও নিষ্ক্রিয় পুলিশ
ধূপগুড়ি থানায় নিগৃহীতা (নিজস্ব চিত্র )

Follow Us

জলপাইগুড়ি: মানসিকভাবে বিশেষ সক্ষম। বাড়িতে একাই থাকতেন মহিলা। সেই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। যার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই মহিলা। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়িতে। ধূপগুড়ি ব্লকের মাগুরমারির ঘটনা। ঘটনায় ইতিমধ্যেই ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা। কিন্তু পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। কারণ এখনও পর্যন্ত গ্রেফতারই করা হয়নি অভিযুক্তকে।

অভিযোগ উঠছে আরও বড়। নির্যাতিতা ও তাঁর মায়ের পাশে প্রতিবেশীরা দাঁড়ানোয়, তাঁদেরকে নাকি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে পুলিশের কয়েকজন কর্মীই। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানসিকভাবে সক্ষম ওই মহিলা বাড়িতে একাই থাকতেন। তাঁর মা কাজে বেরিয়ে যেতেন। সেই সময়ে বাড়িতে ঢুকতেন প্রতিবেশী ওই ব্যক্তি। অভিযোগ, দিনের পর দিন তাঁকে ধর্ষণ করেছে ওই ব্যক্তি। বিষয়টি কাউকে জানালে, মহিলাকে প্রাণনাশের হুমকি দেওয়া হত বলেও অভিযোগ। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসে যখন ওই মহিলা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায়, তিনি অন্তঃসত্ত্বা। নির্যাতিতার মা প্রথমে বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে তাঁদেরকে সঙ্গে নিয়েই থানায় যান তিনি। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু তারপরও অধরা ওই অভিযুক্ত।

পুলিশের বিরুদ্ধে যে নিষ্ক্রিয়তা ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে নির্যাতিতার পরিবার, তার প্রতিক্রিয়া পেতে ফোন করা হয়েছিল পুলিশ সুপার আইসি-কে। কিন্তু তাঁরা ফোন ধরেননি। পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ন্যায় বিচারের আশায় প্রশাসনিক উচ্চপর্যায়ের সহযোগিতা আবেদন করছেন নির্যাতিতা।

নির্যাতিতার মা বলেন, “আমি অনেক দিন ধরেই মেয়েকে জিজ্ঞাসা করি। মেয়ে কিছুতেই বলছিল না ভয়ে। মেয়েকে খুন করার ভয় দেখাচ্ছিল ওই লোক।”

Next Article