জলপাইগুড়ি: বুথে (West Bengal Assembly Election 2021) আটকে রাখা বিজেপির (Bengal BJP) পোলিং এজেন্টদের বার করতে গিয়ে তৃনমূল (TMC) কর্মীদের সঙ্গে বচসা জড়াল পুলিশ। ঘটনায় তুমুল উত্তেজনা জলপাইগুড়িতে। প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ মিছিল করলেন বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ ও পালটা অভিযোগে উত্তপ্ত জলপাইগুড়ি।
ঘটনায় জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহ অভিযোগ করেন. ভোট শেষ হবার পর জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে তাঁদের দুই পোলিং এজেন্টকে আটকে রাখে তৃনমূল। যার মধ্যে একজন মহিলা মোর্চার কর্মীও ছিলেন। তাঁরা বিষয়টি জানবার পর কমিশনের দারস্থ হন।
পুলিশ ওই কর্মীদের বাইরে আনতে গেলে বাধা দেয় তৃনমূল। তখন পুলিশের সাথে গন্ডগোল শুরু হয়। বিজেপির অভিযোগ, সব ঘটনাটি ঘটেছে যুব তৃনমূল জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের নির্দেশে। প্রতিবাদে তাঁরা বিক্ষোভ মিছিল করে।
ঘটনায় বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে যুব তৃনমূল জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন এখন কার্যত বিজেপির দালালে পরিণত হয়েছে। তাঁদের মহিলাদের উপর নির্বিচারে আক্রমণ করা হয়েছে। তাঁরাও থানায় অভিযোগ জানিয়েছেন।