জলপাইগুড়ি: গত বছর জলপাইগুড়িতে করোনা ছড়ানোর প্রেক্ষিতে রাস্তায় নেমে কাজ করতে দেখা গিয়েছিল পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতোকে। করোনার দ্বিতীয় ঢেউয়ে জলপাইগুড়িতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত হয়েছেন জলপাইগুড়ির পুরসভার প্রশাসক সন্দীপ মাহাতো (Sandeep Mahato)। এদিন পিপিই কিট পরে স্কুটি চালিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এলেন সেই তৃণমূল নেতা। শনিবার সন্ধ্যা ৬ টার পর স্কুটি চালিয়ে জলপাইগুড়ি সদর বিধানসভার অন্তর্গত ১৭/৯৮ (এ) বুথে এসে ভোট দিয়ে গেলেন তিনি।
দিন ছয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছেন সন্দীপ মাহাতো। শরীর ভীষণ ক্লান্ত। যদিও এই অবস্থাতেও নিজের ভোটাধিকার প্রয়োগ হাতছাড়া হোক চাননি তিনি। তাই সংক্রমণ এড়াতে স্কুটি চালিয়ে ভোট দিতে চলে আসেন কেন্দ্রে। কমিশন নির্ধারিত বিধিনিষেধ মেনে ভোট দেন তিনি। একই সঙ্গে নির্বাচন কমিশনকে (Election Commission) এহেন ব্যবস্থা গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে যান সন্দীপ মাহাতো। এদিকে বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামীও করোনা আক্রান্ত। এদিন তিনিও পিপিই কিট পরে বুথে হাজির হন ভোট দিতে।
আরও পড়ুন: বেপরোয়া স্কুটি নিয়ে গাড়িতে ধাক্কা, ‘যুবকের মারে চোখ জখম ক্যাব চালকের’
প্রসঙ্গত, ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একুশের বিধানসভা ভোটের একাধিক প্রার্থী। মারা গিয়েছেন মুরারইয়ের বিদায়ী বিধায়ক আবদুর রহমানের। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।