Jalpaiguri Dengue: শহরে বাড়ছে ডেঙ্গি, কপালে ভাঁজ স্বাস্থ্য দফতরের, দরকারে মশারি বিতরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 17, 2022 | 7:07 PM

Jalpaiguri: এর আগে বাগরাকোট এলাকায় ২০১৮ সালের ভয়ঙ্কর ভাবে বেড়ে গিয়েছিল ডেঙ্গি। এবার আবার ২০২২-এ পুণরায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে।

Jalpaiguri Dengue: শহরে বাড়ছে ডেঙ্গি, কপালে ভাঁজ স্বাস্থ্য দফতরের, দরকারে মশারি বিতরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর
প্রতীকী ছবি
Image Credit source: istockphoto.com

Follow Us

জলপাইগুড়ি: করোনা এখনও নির্মূল হয়নি। তার মধ্যেই আবার ডেঙ্গির প্রকোপ। মাল মহকুমায় ডেঙ্গিতে আক্রান্ত শতাধিক। চিন্তায় স্বাস্থ্য দফতর। এলাকা পরিদর্শনে এলেন স্বাস্থ্য ভবনের বিশেষ দল।

নতুন করে ফের ডেঙ্গির প্রকোপ জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়ি এলাকায়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওদলাবাড়ি বাগ্রাকোট এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গিতে পজ়েটিভ প্রায় ৪৬ জন। এছাড়াও জ্বরে আক্রান্ত হয়ে অনেক রোগী বাড়িতে রয়েছেন বলে সূত্রের খবর। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে। জানা গিয়েছে, স্বাস্থ্য ভবন থেকে একটি বিশেষ দল এসেছে ওদলাবাড়ি এলাকায়। যাঁরা জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে রয়েছেন তাঁদের ডেঙ্গি উপসর্গ রয়েছে কি না সেই বিষয়ে বাড়িগুলি পরিদর্শন করতে শুরু করেছেন তাঁরা। শুধুমাত্র ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে এখনও পর্যন্ত প্রায় ১৬ জন রোগী ভর্তি রয়েছে বলে খবর।

এর আগে বাগরাকোট এলাকায় ২০১৮ সালের ভয়ঙ্কর ভাবে বেড়ে গিয়েছিল ডেঙ্গি। এবার আবার ২০২২-এ পুণরায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। যার ফলে রীতিমত চিন্তা বেড়েছে স্বাস্থ্য দফতরের, অনুমান করা হচ্ছে যে সকল বাড়িগুলির ভিতর বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, সেখানেই ডেঙ্গির লার্ভা জন্ম নিচ্ছে। আর তার থেকেই ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই মালবাজার মহকুমা শাসক এবং স্বাস্থ্য দফতরের একটি দল যে এলাকাতে ডেঙ্গির প্রকোপ বেশি সেই এলাকা পরিদর্শন করেছেন। এমনকী রোগী ও তাঁর পরিবারের সঙ্গেও কথা বলেছেন তাঁরা।

এদিকে, উত্তরবঙ্গে ক্রমাগত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিন্তায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে এদিন তিনি বলেন, ‘উত্তরের জেলাগুলিতে ডেঙ্গি বাড়ছে।’ তাই স্বাস্থ্য দফতরকে তিনি নির্দেশ দিয়েছেন উত্তরে একটি বিশেষজ্ঞ দল পাঠতে। প্রয়োজন হলে মশারি বিতরণ করতেও তিনি বলেছেন।

শুধু জলপাইগুড়ি নয়, উত্তরবঙ্গের মালদহতেও বাড়বাড়ন্ত ডেঙ্গির।  মালদহের ইংরেজবাজার ও পুরনো মালদহে ডেঙ্গুর আতঙ্ক বাড়ছে। স্থানীয় সরকারি হাসপাতাল, নার্সিংহোমে জ্বর নিয়ে রোগী ভর্তি বাড়ছে। প্রাক্তন স্বাস্থ্যকর্তা অজয় চক্রবর্তী সম্প্রতি জানিয়েছিলেন, “এখনও অবধি যা ভাব তাতে মনে হচ্ছে ডেঙ্গু হয়ত এ বছর আগের থেকে বাড়বে।” পরিসংখ্যান খতিয়ে দেখে বিপদের আঁচ পেয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। এতদিন বলা হত শহর এলাকায় ডেঙ্গুর বিপদ বেশি। কিন্তু এবার গ্রামাঞ্চলেও সে ছবি দেখা যাচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করতে পুরসভা থেকে পঞ্চায়েতগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মালদহের ইংরেজবাজার পুরসভা ইতিমধ্যেই মশা দমনে ধোঁয়া দেওয়া, ড্রেন পরিষ্কার করার কাজ শুরু করেছে। যদিও এই বিষয়ে বিস্তর অভিযোগ উঠেছে। ড্রেন পরিষ্কার করা হচ্ছে না, আবর্জনায় বন্ধ ড্রেনের মুখ। ফলে জমছে জল। শহরের বিভিন্ন জায়গায় জল জমায় জন্মাচ্ছে মশা। দুই পুর এলাকা জুড়েই মশার দাপটে অস্থির সাধারণ মানুষ।

Next Article