AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Moynaguri: Tv9 বাংলার খবরের জের, চৌবাচ্চায় দিন কাটানো পরিবারের বাড়িতে নলকূপ বসাল বিজেপি

Jalpaiguri: প্রসঙ্গত, দু'দিন আগে ময়নাগুড়ির আমগুড়ি এলাকার যে ছবি সামনে এসেছিল তাতে থ হয়ে গিয়েছিল অনেকে। এই এলাকাতেই থাকেন লক্ষ্মীমোহন রায়। তাঁর সঙ্গে থাকেন পরিবারে তাঁর দুই মেয়ে, এক ছেলে রয়েছে। শাশুড়িও থাকেন তাঁর সঙ্গেই। প্রয়াত হয়েছেন তাঁর স্ত্রী।

Moynaguri: Tv9 বাংলার খবরের জের, চৌবাচ্চায় দিন কাটানো পরিবারের বাড়িতে নলকূপ বসাল বিজেপি
(নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: May 10, 2023 | 2:39 PM
Share

জলপাইগুড়ি: টিভি-৯ বাংলায় খবরটি প্রকাশ হতেই শোরগোল পড়ে গিয়েছিল গোটা এলাকায়। চাপানউতর তৈরি হয়েছিল প্রশাসনিক মহলেও। এমতাবস্থায় এবার, ময়নাগুড়িতে চৌবাচ্চাতে বসবাসের ঘটনায় ময়নাগুড়ির (Maynaguri) বিডিওকে পরিবারের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জলপাইগুড়ির (Jalpaiguri) জেলাশাসক। তবে শুধু সরকার নয়, সাহায্যের হাত বাড়াল বিজেপি। জেলা সভাপতি বাপি গোস্বামী এবং স্থানীয় বিজেপি বিধায়ক অশোক রায় ঘটনাস্থলে যান। মঙ্গলবার সুরক্ষা কবচের প্রতিনিধিরা গিয়ে বিষয়টি দেখে লক্ষ্মীকান্তবাবুর বাড়িতে নলকূপ বসিয়েছেন। যা জল পড়ছে তা পানের অযোগ্য বলে দাবি করছেন তাঁরা।

বিজেপি জেলা সভাপতি বাপী রায় বলেন, “খবর পাওয়ার পর এখানে এসেছি। কিছু দায়বদ্ধতা আমাদের রয়েছে। এই খবরটা আমি জানতাম না। দেখে অবাক হয়ে গেলাম। পরিদর্শন করার পর বুঝলাম এটা আমাদের সমাজের দুর্ভাগ্য।” অপরদিক, বিজেপি বিধায়ক অশোক রায় বলেন, “পশ্চিমবঙ্গের সরকার বলে তারা মা-মাটি-মানুষের সরকার। এটা নমুনা? ওই পরিবারটি ১০০ দিনের যব কার্ড থেকে শুরু করে সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত। এটা লজ্জার। পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূলের যাঁরা রয়েছেন তাঁরা সকলে কাটমানি নিয়ে ব্যস্ত। কে খেলো-কে না খেলো তাঁদের তো দেখার দরকার নেই।”

প্রসঙ্গত, দু’দিন আগে ময়নাগুড়ির আমগুড়ি এলাকার যে ছবি সামনে এসেছিল তাতে থ হয়ে গিয়েছিল অনেকে। এই এলাকাতেই থাকেন লক্ষ্মীমোহন রায়। তাঁর সঙ্গে থাকেন পরিবারে তাঁর দুই মেয়ে, এক ছেলে রয়েছে। শাশুড়িও থাকেন তাঁর সঙ্গেই। প্রয়াত হয়েছেন তাঁর স্ত্রী। দেখা যায়, ঘরের পাশে মাটি খুঁড়ে বিশাল গর্ত করে সেখানেই বাস করছে লক্ষ্মীমোহন রায়ের আস্ত পরিবার। যে কোনও সময় তাঁদের মাথার উপর ভেঙে পড়তে পারে ছাদ। অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। সে কারণেই ভয়ে মাটিতে গর্ত করে সেখানে থাকতে শুরু করেছেন। এই ঘটনার প্রথম সম্প্রচার করে TV9 বাংলা। এরপর নড়েচড়ে বসে প্রশাসন।