জলপাইগুড়ি: প্রায় ৪ ঘণ্টা ধরে গাড়ির যন্ত্রাংশে পেঁচিয়ে রইল অজগর। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার রাজগঞ্জ ব্লকের মহানন্দা ব্যারেজের অফিসের সামনে সোমবার এই ঘটনা ঘটে। সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। সরকারি কোনও দফতরের গাড়ি ছিল সেটি। তার ভিতরই অজগর সাপটিকে পেঁচিয়ে থাকতে দেখা যায়। সে দৃশ্য দেখে কার্যত হইচই শুরু হয়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় বনদফতরে। ছুটে আসেন বনকর্মীরা। জানা গিয়েছে, সোমবার দুপুরে স্থানীয়রা প্রথমে ওই অজগর সাপটিকে ফাঁকা মাঠে দেখতে পেয়েছিলেন। তাঁরা দড়ির ফাঁস দিয়ে সাপটিকে ধরার চেষ্টা করেন। তাতে ঘটে বিপত্তি। সাপটি প্রবল গতিতে সোজা গিয়ে ওই গাড়ির নীচে ঢুকে পড়ে। গাড়ির নীচের যন্ত্রাংশে উঠে আটকে পড়ে। কোনওভাবেই তাকে নামানো যাচ্ছিল না।
খবর দেওয়া হয় ডাবগ্রাম রেঞ্জ অফিসে। খবর পেয়ে আসেন বনকর্মীরা। নিজেদের মতো করে অজগর সাপটি উদ্ধারের চেষ্টা করে। নানাভাবে চেষ্টা করে সাপটিকে বের করতে পারেনি তারা। এরপর গাড়িতে উঠে গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করে। এরপর অজগর সাপটি কিছুটা বেরিয়েও আসে। তবে এরপর আবারও গাড়ির ভিতরে ঢুকে পড়ে অজগরটি। প্রায় ৪ ঘণ্টা পার করেও চলে ছোটাছুটি। যদিও বহু চেষ্টার পর সাপটি হঠাৎ নিজেই বেরিয়ে আসে গাড়ির নীচ থেকে।
সোজা জঙ্গলের দিকে চলে যায় বলে জানান বনকর্মীরা। বনকর্মীদের কথায়, এমনভাবে ওই অজগর সাপটিকে উদ্ধার করা হয়, যাতে ওর কোনওভাবেই ক্ষতি না হয়। খুব সন্তর্পণেই উদ্ধার কাজ করা হয়েছে। জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় প্রায় প্রায়ই এই ধরনের সাপের খোঁজ মেলে। তাদের উদ্ধারও করে বনবিভাগ।