Rail Roko: উত্তরবঙ্গে রেল রোকো’য় আটকে ট্রেন, বিপাকে পর্যটকরা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 06, 2022 | 9:11 AM

Jalpaiguri: মঙ্গলবার সকালে ত্রিপুরা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আটকে পড়ে ময়নাগুড়িতে।

Rail Roko: উত্তরবঙ্গে রেল রোকোয় আটকে ট্রেন, বিপাকে পর্যটকরা
রেল রোকোয় আটকে ট্রেন।

Follow Us

জলপাইগুড়ি: পৃথক রাজ্যের দাবিতে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের রেল রোকো আন্দোলন (Rail Roko)। আন্দোলনের জেরে ময়নাগুড়িতে (Moynaguri) আটকে পড়ল কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ১২ ঘণ্টা রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছে এই সংগঠন। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই রেল অবরোধ চলবে। ফলে এই রুটে যাতায়াতকারী সমস্ত ট্রেনের যাত্রীদেরই যে আজ দুর্ভোগ পোহাতে হবে তা একপ্রকার নিশ্চিত বলেই মনে করছেন যাত্রীরা। মঙ্গলবার সকালে ত্রিপুরা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আটকে পড়ে ময়নাগুড়িতে। এই পথে একাধিক প্যাসেঞ্জার ট্রেন, ডেমু (DEMU) ট্রেন চলে। ফলে এই ট্রেনগুলিও সমস্যায় পড়তে পারে। সমস্যা পড়তে হতে পারে পদাতিক এক্সপ্রেসের যাত্রীদেরও। শুধু ময়নাগুড়ি নয়, গোটা উত্তরবঙ্গ জুড়েই রেল রোকো চলছে।

সকাল থেকে আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। কারণ, সকাল ৬টা থেকে রেল রোকো শুরু হয়েছে ময়নাগুড়িতে। এদিকে এখন উত্তরবঙ্গে পর্যটকদের ভিড়। অনেকেই কলকাতা ফিরছেন কাঞ্চনজঙ্ঘায়। সাত সকালে ট্রেন আটকে পড়ায় তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে বলেও অভিযোগ শোনা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা যে আরও প্রকট হবে তেমনটাই মনে করছেন যাত্রীরা। ট্রেনে অনেক বয়স্ক লোক রয়েছেন, রয়েছে বাচ্চাও। সূত্রের খবর, ইতিমধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেছেন যাত্রীদের একাংশ। তবে কোনওভাবেই ১২ ঘণ্টার আগে এই অবরোধ তুলতে নারাজ আন্দোলনকারীরা।

কামতাপুর পিপলস পার্টির জলপাইগুড়ি জেলা কমিটির তরফে বিশ্বনাথ রায় বলেন, “কামতাপুর আলাদা রাজ্যের জন্য আমরা অনেকদিন ধরেই আবেদন নিবেদন করে এসেছি। স্বরাষ্ট্রদফতর থেকে নবান্ন, বহু জায়গায় গিয়েছি। তাই এবার আমরা বড়সড় আন্দোলনে নামলাম। কামতাপুর রাজ্য করতেই হবে। তাই এই রেল রোকোর ডাক। আমরা কামতাপুর পিপলস পার্টি ও কামতাপুর প্রগ্রেসিভ পার্টি মিলে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের উদ্যোগে এই কর্মসূচি নিয়েছি। এই দাবি তো আমাদের আজকের নয়।” আন্দোলনকারীদের বক্তব্য, এই আন্দোলনের বিষয়টি পূর্ব নির্ধারিত ছিল। সেইমতো সাংবাদিক সম্মেলন করে জানানোও হয়েছে।

Next Article