ধূপগুড়ি: ভোটের প্রচারে (Panchayat Election 2023) জেলায় জেলায় ঘুরছেন নেতারা। শাসক-বিরোধী সব পক্ষই ভোট প্রচারের ময়দানে। ঘুরছেন তৃণমূল নেতা তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। শুক্রবার জলপাইগুড়ির ধূপগুড়িতে নির্বাচনী প্রচার সভা ছিল তাঁর। কিন্তু সেখানে লোক কই! মাঠে কর্মী-সমর্থকদের ভিড় কম দেখে কিছুটা কি বিরক্ত হলেন বাবুল? সভাস্থলে পৌঁছে যাওয়ার পরও মঞ্চে উঠতেই চাইলেন না শুরুতে। দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় তাঁকে সেই সময়। ধমকও দিলেন। যদিও পরে সভামঞ্চে ওঠেন তিনি বক্তব্য রাখেন। কিন্তু শাসক দলের নির্বাচনী প্রচারে এত কম ভিড় কেন?
সভা শেষে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে তার সাফাইও দেন বাবুল। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় বাবুল বললেন, যখন তিনি এসেছিলেন, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সভা প্রায় ভন্ডুল হয়ে যাওয়ার জোগাড়। সেই কারণেই তিনি তখন স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন। বাবুল চাইছিলেন আরও কিছুটা সময় অপেক্ষা করতে। তবে বাবুলের দাবি, বৃষ্টি থামার পর কর্মসূচি ঠিকঠাকভাবেই হয়েছে। মন্ত্রীর বক্তব্য, তিনি নেতাদের বলছিলেন চা-সিঙাড়া নিয়ে আসতে। ততক্ষণ তিনি অপেক্ষা করবেন, আর মাইকে ঘোষণা শুনে লোকজন এমনিতেই এসে ভিড় করবে। সভার মাঠে ভিড় না হওয়া নিয়ে বাবুল অবশ্য আবহাওয়াকে দায়ি করছেন। বলছেন, ‘বৃষ্টির সময় এটুকু হতেই পারে।’
এদিকে শাসক দলের জেলা নেতৃত্বও কার্যত বাবুলের সুরেই সুর মিলিয়েছে। তৃণমূলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিংয়ের দাবি, সভাস্থলে ভিড় যথেষ্টই ছিল। তবে বৃষ্টি হওয়ার কারণে লোকজন আসতে একটু দেরি হয়েছে। এদিকে আবার বিজেপির দাবি, বাবুলের সভার মাঠ নাকি এক তৃতীয়াংশও ভরেনি। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না পদ্ম শিবির। তৃণমূলকে খোঁচা দিয়ে তাদের দাবি, শাসক শিবিরের উপর থেকে আমজনতা ভরসা হারিয়েছে এবং তারই প্রতিফলন আজকের এই চিত্র।