জলপাইগুড়ি: নির্বাচনের আবহে তপ্ত জলপাইগুড়ি। বিজেপি জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে গুলি চালনার অভিযোগ। গাড়ির পিছনে গুলি লাগলেও, অক্ষত রয়েছেন বিজেপি নেতা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ির বাহাদুরপুর এলাকায়। থানায় অভিযোগ জানিয়েছেন জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর দুটি গুলি চালানো হয়েছে।
বুধবার রাত বারোটা নাগাদ বাহাদুর গ্রাম পঞ্চায়েতে প্রচার করতে গিয়েছিলেন বিজেপি নেতা। সঙ্গে ছিলেন প্রার্থী ও অন্যান্য কর্মী সমর্থকরা। জনসংযোগ বাড়াতে বিজেপি নেতা গাড়ি থেকে নেমে রাস্তার ওপরেই গ্রামের মানুষদের সঙ্গে কথা বলছিলেন। তারপর একটি নির্জন জায়গায় গাড়ি দাঁড় করিয়েছিলেন বিজেপি নেতা। সেখানে চালক শৌচকর্ম করেন। কিছুক্ষণের মধ্যেই গাড়িতে ওঠে গন্তব্যের উদ্দেশে রওনা দেন তিনি।
অভিযোগ, সেই সময়ে গাড়ির গতিবেগ খুব বেশি ছিল না। বিজেপি নেতার বক্তব্য, আচমকাই পিছন থেকে একটা শব্দ শুনতে পান তিনি। প্রথমে গুলিচালনার বিষয়টি বুঝতে পারেননি। কয়েক সেকেন্ডের ব্যবধানে আবারও গুলি চলে। তখন তিনি বিষয়টি বুঝতে পারেন।
গাড়ি গতিবেগ বাড়িয়ে দেন তিনি। ঘটনার সাক্ষী ছিলেন গাড়ির চালক এবং স্বপন দত্ত নামে এক মণ্ডল সভাপতি। ঘটনার পর গাড়ি নিয়ে সোজা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় চলে যান জেলা সভাপতি। পরে লিখিত অভিযোগ দায়ের হয়।
জেলা সভাপতি বাপি গোস্বামীর কথায়, “পর পর দুটো বিকট শব্দ হয়। প্রচার সেরে ফেরার পথে পরপর দুটি শব্দ শুনে পিছন ফিরে দেখি একটি বাইকে হেলমেট পরা দু’জন আসছেন। গাড়িতে কাচের টুকরো ছড়িয়ে ছিল।” গ্রামের রাস্তা ছেড়ে হাইওয়ে ধরে সোজা থানায় এসে হাজির হন বিজেপি নেতা। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএসপি, অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে।