ধূপগুড়ি: ফের তৃণমূলে ভাঙন। পঞ্চায়েত ভোটের মুখে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি-২ গ্রামপঞ্চায়েতে তৃণমূল ছেড়ে ১৫ পরিবারের সদস্যরা যোগ দেন সিপিএমে। তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করায় পঞ্চায়েত ভোটের মুখে শক্তি বৃদ্ধি হল বলেই মনে করছে বামেরা। যদিও এই যোগদানে খুব একটা আমল দিতে রাজি নয় শাসকদল। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি-২ গ্রামপঞ্চায়েতের ১৫/১৪২ বুথে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। ঘরোয়া বৈঠকের মধ্য দিয়ে তৃণমূলের প্রায় ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক সিপিএমের পতাকা হাতে তুলে নেয়। এদিন যোগদান সভায় তৃনমুল ছেড়ে আসা কর্মী সমর্থকদের হাতে সিপিএম এর দলীয় পতাকা তুলে দেন সিপিআইএমের নেতৃত্বরা।
সভায় উপস্থিত ছিলেন গ্রামপঞ্চায়েতের প্রার্থী মজিবর রহমান, জিন্না খাতুন, হাফিজুর রহমান। তৃণমূল থেকে সিপিআইএমে যোগদানকারী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই গ্রামে কোন উন্নয়নমূলক কাজ হয়নি। এলাকার নেতাদের বলেও কোনও কাজ হয় না। তাই তাঁরা সিপিএমের পতাকা হাতে তুলে নিলেন। তৃণমূল থেকে সিপিএমে যোগদান করেন দুলাল রহমান। তাঁর কথায়, “১৫ বছর ধরে তৃণমূল করি। কাজের খুব সমস্য়া। আমার মা বিধবা। অথচ বিধবা ভাতাটুকুও দেয় না।”
পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জেলায় শাসকদল ছাড়ার হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। তবে দল ছেড়ে সিংহভাগই যোগ দিচ্ছেন সিপিএম কিংবা কংগ্রেসে। কোথাও কোথাও বিজেপি যোগের কথাও শোনা যাচ্ছে। তবে তুলনামূলক কম। বিরোধীদের বক্তব্য, শাসকদলের প্রতি মোহ ভাঙছে। কর্মীরা বুঝতে পারছেন ভুল করেছেন। তা শোধরাতেই এই শুদ্ধিকরণ। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জায়গা দল নয়। যাদের এই জায়গায় সমস্যায় হচ্ছে, তারাই এসব সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন।