Panchayat Elections 2023: বিজেপি প্রার্থীকে প্রণাম করে প্রচারে যাচ্ছেন তৃণমূল প্রার্থী, নজিরবিহীন ছবি গয়েরকাটায়

Rony Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 22, 2023 | 11:42 AM

Panchayat Elections 2023: গয়েরকাটার সাঁকোয়াঝোরা -১ নং গ্রামের ১৪/ ২০০ নম্বর বুথে দুই ভাই লড়ছেন দুই দলের হয়ে। একজন প্রাক্তন সেনা জওয়ান। যিনি দাঁড়িয়েছেন বিজেপি-র প্রার্থী হয়ে। আরও এক ভাই কৃষক।

Panchayat Elections 2023: বিজেপি প্রার্থীকে প্রণাম করে প্রচারে যাচ্ছেন তৃণমূল প্রার্থী, নজিরবিহীন ছবি গয়েরকাটায়
বাঁদিকে ছোট ভাই যিনি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন, ডানদিকে, বড় দাদা (নিজস্ব চিত্র)

Follow Us

গয়েরকাটা: হাতে আর কয়েকটা দিন। তার আগে রাজনৈতিক ময়দানে যুযুধান তৃণমূল-বিজেপি দুই দল। প্রতিদিন একের অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের বন্যা বইয়ে দেয় তারা। তবে জলপাইগুড়ির ডুয়ার্সের গয়েরকাটা এলাকায় দেখা গেল অন্য চিত্র। বিজেপি প্রার্থীকে প্রণাম করেই প্রচারে যাচ্ছেন তৃণমূল প্রার্থী।

গয়েরকাটার সাঁকোয়াঝোরা -১ নং গ্রামের ১৪/ ২০০ নম্বর বুথে দুই ভাই লড়ছেন দুই দলের হয়ে। একজন প্রাক্তন সেনা জওয়ান। যিনি দাঁড়িয়েছেন বিজেপি-র প্রার্থী হয়ে। আরও এক ভাই কৃষক। তিনি দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী হয়ে। গয়েরকাটার এই দুই ভাইয়ের লড়াই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

জানা গিয়েছে, বড় দাদা ভবেশচন্দ্র রায় গেরুয়া শিবিরের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে,বিভূতি রায় তৃণমূলের হয়ে লড়েছেন। পরিবার সূত্রে খবর, ভবেশ ও বিভূতি সম্পর্কে জ্যাঠতুতো এবং খুড়তুতো ভাই। ভবেশবাবু জানিয়েছেন, তিনি এর আগে অসম রাইফেলসের কর্মী ছিলেন। অপরদিকে, ছোট ভাই এর আগে সিপিএম-এর পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। এই বছর যোগ দিয়েছেন তৃণমূলে। তবে জয়ের ব্যাপারে আশাবাদী উভয়ই।

পরিবার সূত্রে খবর, ভবেশ এবং বিভূতি দু’জনই থাকেন পৃথক বাড়িতে। তবে একে অপরের বাড়িতে নিয়মিত যাতায়াত রয়েছে। তবে দু’জনই দুই দলের প্রার্থী হলেও সম্পর্কে ভাটা ফেলতে পারেনি। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিজেপি প্রার্থী দাদার বাড়িতে প্রণাম করে আশীর্বাদ নিতেও গিয়েছিলেন ভাই। দু’ভাইয়ের লক্ষ্য এক পঞ্চায়েত হয়ে গ্রামের উন্নয়ন করা। দুই ভাই বলেন, “রাজনীতির মতাদর্শ আলাদা হতে পারে। তবে সম্পর্কে কোনও ছেদ হবে না। আমাদের লক্ষ্য উন্নয়ন করা।”

Next Article
Panchayat Election 2023: নেই রাস্তা, নেই পানীয় জল, ভাঙছে বিয়ে, ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে পথ অবরোধে গ্রামবাসীরা
Patient Died: হাসপাতাল থেকে ছুটি পাওয়ার কথা ছিল আজই, তার আগে ৬ তলা থেকে ‘মরণঝাঁপ’