Jalpaiguri Woman Harassment: পোশাক ছিঁড়ে ‘ধর্ষণের’ চেষ্টা, বউমার সম্ভ্রম বাঁচাতে মৃত্যু বৃদ্ধ শ্বশুরের, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী

Jalpaiguri: সেই সময় বাড়িতেই ছিলেন নির্যাতিতার বছর সত্তোরের শ্বশুর। মহিলার চিৎকার শুনে তিনি সেখানে এসে উপস্থিত হন। রুখে দাঁড়ান।

Jalpaiguri Woman Harassment: পোশাক ছিঁড়ে 'ধর্ষণের' চেষ্টা, বউমার সম্ভ্রম বাঁচাতে মৃত্যু বৃদ্ধ শ্বশুরের, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী
ফের ধর্ষণের অভিযোগ (প্রতীকী ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 12:18 PM

জলপাইগুড়ি: রাজ্যে লাগাতার নারী নির্যাতনের খবর প্রকাশ্যে এসেছে। কখনও কোন্নগর, কখনও হাসঁখালি, কখনও পিংলা, কখনও রায়গঞ্জ বা কখনও মালদা। উত্তর থেকে দক্ষিণ একই পরিস্থিতি ধরা পড়েছে বারংবার। কয়েকদিন আগেই জলপাইগুড়িতে নাবালিকা (Minor Harassment) ধর্ষণে নাম জড়িয়েছিল তৃণমূল কর্মীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নারী নির্যাতনের খবর। গৃহবধূর সম্ভ্রম বাঁচাতে গিয়ে আক্রান্ত খোদ শ্বশুর। পরে মৃত্যু হয় তাঁর। গোটা ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে।

জলপাইগুড়ির ঘটনা। সূত্রপাত, ১৪ এপ্রিল। নিজের বাড়িতেই রান্নার কাজে ব্যস্ত ছিলেন গৃহবধূ।অভিযোগ, সেই সময় আচমকাই তাঁর বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে ঢোকে এক দুষ্কৃতী। জানা গিয়েছে, সে স্থানীয় তৃণমূল কর্মী। ঘরে ঢুকে প্রথমে মহিলার উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। অভিযোগ, এরপর ছুরি দেখিয়ে গৃহবধূকে সে ধর্ষণ করার চেষ্টা করে। পরনে থাকা পোশাকও ছিঁড়ে দেয় বলে জানা গিয়েছে।

সেই সময় বাড়িতেই ছিলেন নির্যাতিতার বছর সত্তরের শ্বশুর। মহিলার চিৎকার শুনে তিনি সেখানে এসে উপস্থিত হন। রুখে দাঁড়ান। বউমার সম্ভ্রম বাঁচাতে গেলে অভিযোগ ওই দুষ্কৃতী বৃদ্ধের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। শুধু তাই নয়, লাগাতার মারতে থাকে বৃদ্ধকে। পরে তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেই পালিয়ে যায় অভিযুক্ত। যাওয়ার সময় মহিলাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়ে যায়।

এরপর মারাত্মক জখম অবস্থায় বৃদ্ধকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়। পরে ঘটনার বিবরণ জানিয়ে গত ১৪ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। কিন্তু অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি। পরে গত ২০ এপ্রিল বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখে বাড়িতেই নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর শুক্রবার ভোর নাগাদ মৃত্যু হয় নির্যাতিতার শ্বশুরের।

ঘটনায় মৃতের পুত্র গতকাল ফের জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ওই দিন তাঁর বাবাকে লোহার রড দিয়ে মেরেছিল অভিযুক্ত দুষ্কৃতী। তার জেরেই তাঁর বাবার মৃত্যু হয়েছে। অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহের ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। এই ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, “আগে একটি মারপিটের অভিযোগ দায়ের হয়েছিল। তার তদন্ত শুরু হয়েছে। আজ ফের আরও একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে।”

আরও পড়ুন: AP Physical Assault Case: চাকরি টোপ দিয়ে ডাক হাসপাতালে, ২০ ঘণ্টা ধরে লাগাতার ‘গণধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন তরুণীকে