Elephant: নদী পেরোচ্ছ হাতির দল, দেখতে ভিড় এলাকাবাসীর

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jun 16, 2022 | 11:42 PM

সেখানকার এক বাসিন্দা বলেছেন, “তিন-চার দিন ধরে হাতির দল ঘুরে বেড়াচ্ছ। ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। সন্ধ্যা নামলেই খুব আতঙ্কে থাকছি।”

Elephant: নদী পেরোচ্ছ হাতির দল, দেখতে ভিড় এলাকাবাসীর
হাতির দল

Follow Us

ঝাড়গ্রাম: ৭০টি হাতির একটি দল। গত কয়েক দিন ধরেই দলটি দাপিয়ে বেড়াচ্ছে ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা। অবশেষে বন দফতরের পক্ষ থেকে সেই হাতির দলকে ঝাড়খণ্ডের দিকে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার বনদফতরের অধীন মুসাবনি এলাকায় ৭০টি হাতির দল দাপিয়ে বেড়াচ্ছিল। সিংপুর এলাকাযর সুবর্ণরেখা নদী পেরিয়েছিল ৭০টি হাতির দলটি। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে। কিন্তু সুবর্ণরেখা নদীতে হাতির দলের পারাপার দৃশ্য দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। ঘটনাস্থলে রয়েছে বন দফতরের কর্মীরা। ঝড়খন্ড রাজ্যের পূর্ব জেলার বনদফতরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নিয়ে সেখানকার এক বাসিন্দা বলেছেন, “তিন-চার দিন ধরে হাতির দল ঘুরে বেড়াচ্ছ। ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। সন্ধ্যা নামলেই খুব আতঙ্কে থাকছি।” একই কথা জানিয়েছেন হেমাল, ভূদেবরা। তাঁদের অভিযোগ হাতির দল তাড়াতে বন বফতর ঢিলেমি করছে। যদিও বন দফতরের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুকুরিয়ার বিট অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানিয়েছেন, তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ নিয়ে যা জানানোর জানাবেন।

শনিবার দুপুর নাগাদ মাঠে চাষের কাজ করতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। মৃত প্রৌঢ়ের নাম পরমেশ্বর মাহাত (৫০)। শনিবার সকাল থেকে ওই এলাকায় হাতির দল তাণ্ডব চালাচ্ছে। কয়েকটি বাড়িও ভাঙচুর করেছে হাতির দল। এরই মধ্যে হাতির হামলায় পরমেশ্বর বাবুর মৃত্যুর ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এদিকে প্রৌঢ়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামবনি থানার পুলিশ। তবে জামবনিতে হাতির হামলায় একের পর এক মানুষের মৃত্যুতে ভয় সিঁটিয়ে রয়েছেন এলাকাবাসীরা। এদিকে হাতির তাণ্ডবের জেরে এলাকার ঘরবাড়ি ও ফসলেরও ক্ষতি হচ্ছে। তাঁদের দাবি, হাতির দলকে দ্রুত এলাকা থেকে সরাতে হবে। উত্তেজিত গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা।

Next Article