Jhargram: আসছে না চাল-ডাল-ডিম, বন্ধ ICDS সেন্টারের মিল
ICDS: এলাকায় তিনটি আইসিডিএস সেন্টারের মধ্যে একটি স্থানেও মা ও শিশুদের খাবার পরিবেশন করা হয় না। বাঁদরবনির তিনটি আইসিডিএস সেন্টার মিলিয়ে প্রায় ১৫০ শিশু ও ৫০ জন গর্ভবতী মা খাবার পান।
ঝাড়গ্রাম: আইসিডিএস সেন্টারে আসছে না চাল, ডাল, ডিম। ফলে গর্ভবতী মা ও শিশুরা পাচ্ছে না খাবার। ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ ব্লকের বাঁদরবনি আইসিডিএস সেন্টার এর এমন ছবি। এছাড়া ওই সেন্টারে নিয়মিত জঞ্জাল সাফাই হয় না, ফলে নোংরা পরিবেশেই চলে সেন্টার। গ্রামবাসীদের দাবি, বিগত দুই-তিন মাস ধরেই চলছে এই অচলবস্থা। ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। সকাল থেকেই তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। যা নিয়ে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।
এলাকায় তিনটি আইসিডিএস সেন্টারের মধ্যে একটি স্থানেও মা ও শিশুদের খাবার পরিবেশন করা হয় না। বাঁদরবনির তিনটি আইসিডিএস সেন্টার মিলিয়ে প্রায় ১৫০ শিশু ও ৫০ জন গর্ভবতী মা খাবার পান। অভিযোগ, আইসিডিএস সেন্টারের কর্মীরা এসে খাতায় নাম লিখিয়ে ফিরে যান, কিন্তু খাবার দেওয়া হয় না।
অভিযোগ, গত দুই মাস ধরে গড়ে সাত থেকে ১০ দিন খাবার দেওয়া হয়েছে। মাসের বাকি দিনগুলো খাবার পাচ্ছে না মা ও শিশুরা। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে চলে ওই আইসিডিএস সেন্টারটি। গর্ভবতী মা ও শিশুদের জন্য সুষম আহারের জন্য আইসিডিএস সেন্টারগুলি খোলা হয়েছে। সেখানে রোজ একবেলা খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু বাঁদরবনি এলাকায় সুষম আহার তো দূর অস্ত, নিয়মিত খাবারই দেওয়া হচ্ছে না। এক অভিভাবক বলেন, “এ আজকের বিষয় নয়। অনেক দিন ধরেই এসব চলছে। আর আইসিডিএস সেন্টারের কর্মীদের কাছে গেলে তাঁদের কাছেও কোনও সদুত্তর থাকে না। স্বাভাবিকভাবেই ক্ষোভ তো জন্মাবেই।”