Jhargram Rubella Vaccine: স্কুলে একই বাচ্চাকে আধ ঘণ্টার ব্যবধানে দু’বার রুবেলা ভ্যাক্সিন, স্কুলেই ছাত্রের যা হল…

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 17, 2023 | 4:50 PM

Jhargram: ছাত্রের পরিবারের দাবি, দ্বিতীয় ভ্যাক্সিন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে তাঁদের ছেলে। যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ছাত্রের নাম ভবেশ বেরা।

Jhargram Rubella Vaccine: স্কুলে একই বাচ্চাকে আধ ঘণ্টার ব্যবধানে দুবার রুবেলা ভ্যাক্সিন, স্কুলেই ছাত্রের যা হল...
একই বাচ্চাকে দুবার রুবেলা ভ্যাক্সিন

Follow Us

ঝাড়গ্রাম: একবার রুবেলা ভ্যাক্সিন দেওয়া হয়েছে। সেটা জানানো সত্ত্বেও জোর করে পঞ্চম শ্রেণির ছাত্রকে রুবেলা ভ্যাক্সিন দেওয়ার অভিযোগ উঠল ঝাড়গ্রামে।
বেলপাহাড়ি ব্লকের বনশোল জুনিয়র হাইস্কুলে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে দুবার রুবেলা ভ্যাক্সিন দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক। ছাত্রের পরিবারের দাবি, দ্বিতীয় ভ্যাক্সিন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে তাঁদের ছেলে। যার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ছাত্রের নাম ভবেশ বেরা। পঞ্চম শ্রেণির ওই ছাত্র বেলপাহাড়ি হাসপাতালে চিকিৎসাধীন।
গ্রামেরই বনশোল জুনিয়ার হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে ভবেশ। এদিন ওই স্কুলে রুবেলা ভ্যাক্সিন দেওয়া হয়েছে। ভবেশ নামে ওই ছাত্রের পরিবারের দাবি, প্রথম দফাতেই ভ্যাক্সিন দেওয়া হয়ে গিয়েছিল। তারপরও সে ভ্যাক্সিন দেওয়ার লাইনের সামনে ঘোরাঘুরি করছিল। অভিযোগ, তখন তাকে আবারও ভ্যাক্সিন দেওয়া হয়। ওই ছাত্র ভ্যাক্সিন পেয়েছে দাবি করলেও তাকে জোর করে দ্বিতীয়বার দিয়ে দেওয়া হয়।
ওই ছাত্রটি ভ্যাকসিন নিয়েছে বলা সত্ত্বেও তাকে জোর করে দ্বিতীয়বার ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরপরই স্কুলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ও পুলিশ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

একই বাচ্চাকে দুবার রুবেলা ভ্যাক্সিন

ছাত্রের পরিবারের এক সদস্য বলেন, “ভবেশ বলছে, সে ভ্যাক্সিন পেয়ে গিয়েছে, তারপরও কেন দেওয়া হল?” স্বাস্থ্য় কেন্দ্রের প্রতিনিধিরা মুখে কুলুপ এঁটেছেন। তবে বিষয়টি স্বীকার করে নিয়েছেন সিএমওএইচ ভূপেনচন্দ্র হাঁসদা। তাঁর বক্তব্য, “কিছুই হবে না বাচ্চাটার। আমাকে বিএমওএইচ বিষয়টি জানিয়েছে। তাও বাবা-মায়ের তো চিন্তা হয়। বেলপাহাড়ি স্বাস্থ্যকেন্দ্রে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। থানার ওসিকেও জানিয়ে রাখা হয়েছে। কোথাও কোনও সমস্যা হলেই আমরা দ্রুত পদক্ষেপ করব।”

Next Article