ঝাড়গ্রাম: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির অভিযোগে বিদ্ধ রাজ্যের তৃণমূল সরকার। হাইকোর্টের নির্দেশে সেই দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দিতে হয়েছে সিবিআই দফতর নিজাম প্যালেসে। এই দুর্নীতি নিয়ে সুর চড়িয়েছে বিরোধী দল সিপিএম ও বিজেপি। এর পরই রাজ্যের দুই বিরোধী দলকে এক যোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের কর্মী সম্মেলন থেকে বিরোধীদের উদ্দেশে তোপ দেগেছেন মমতা। কোনও কাজ ভুল হলে, তা শুধরে নেওয়ার বার্তা দিলেও এসএসসি দুর্নীতি নিয়ে সরাসরি কিছু বলেননি তৃণমূল সুপ্রিমো। এর পাশাপাশি দলের কর্মীদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। কর্মীদের এক সঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, “সিপিএম ও বিজেপি-কে ক্ষমা করবেন না। ওরা দুই দালাল। ভাই ভাই। ওরা মানুষের ক্ষতি চায়।“
ঝাড়গ্রামে কর্মী সম্মেলনে যোগ দিয়ে সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের কথা উঠে এসেছিল মুখ্যমন্ত্রীর মুখে। মানুষকে সেই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়েও জোর দেন তিনি। তার পরই রাজ্যের পাওয়া টাকা না দেওয়ার জন্য কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। এর পরই নাম না করে সিবিআই তদন্ত নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি পার্টি তুঘলকি রাজত্ব চালাচ্ছে দেশে। কয়েকটা কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে তুঘলকি কাণ্ড চালাচ্ছে। কারও আজকে বেঁচে থাকার অধিকার নেই। স্বাধীনতার অধিকার নেই। নাগরিক অধিকার নেই। সব অধিকার খর্ব করে দিয়েছে। যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিজেপির লোক ছাড়া কেউ যাবে না। বড় বড় কথা বলছে।“
এর পরই বাম আমলে সরকারি চাকরি পাওয়ার পদ্ধতি নিয়ে কটাক্ষ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, “আগে তো চিরকুট দিয়ে চাকরি হত। একটা চিরকুট দিয়ে ট্রান্সফার করত। সিপিএমের ৩৪ বছর আমি অনেক খোঁজ নিয়েছি। আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করব। করিনি ভদ্রতা করেছি।“ কোনও কাজে ভুল হলে সংশোধনের বিষয়টিতে জোর দিয়েছেন মমতা। বলেছেন, “কাজ করতে গিয়ে কেউ ভুল করলে তা সংশোধনের সুযোগ দেওয়া উচিত। আইন আইনের মতো কাজ করা উচিত।“ বিধানসভা ভোটে হেরে গিয়ে বিজেপি তৃণমূলকে হেনস্থার চেষ্টা চালাচ্ছে বলে মনে করেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি-কে আক্রমণ করে এ ব্যাপারে মমতা বলেছেন, “গায়ের জোরে জুলুম করে বিজেপি যদি মনে তৃণমূলকে স্তব্ধ করবে, তবে পারবে না। কারণ, তৃণমূলকে জব্দ করে, স্তব্ধ করা যায় না। এখানে হেরে গিয়ে লজ্জা নেই। ভয় পাচ্ছে। ২০২৪ এ লোকসভা জিততে হবে, তাই এখন থেকে মিথ্যে কথা বলে।“ সিপিএম ও বিজেপি-কে এক সারিতে বসিয়ে দালাল, ভাই-ভাই বলেও ঝাড়গ্রামের কর্মী সম্মেলন থেকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।