Elephant Attack: জঙ্গলে গিয়েছিলেন প্রাতঃকৃত্য সারতে, আচমকাই হাজির ‘যমদূত’

Jhargram: পরবর্তী সময়ে বনদফতরে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। হাতির হামলার ঘটনা জেলায় নতুন কিছু নয়। হামেশাই খবরে আসে কখনও রাস্তায় বেরিয়ে, কখনও আবার বাড়িতে ঢুকে হামলা করে দাঁতালের দল।

Elephant Attack: জঙ্গলে গিয়েছিলেন প্রাতঃকৃত্য সারতে, আচমকাই হাজির 'যমদূত'
ঝাড়গ্রামে হাতির মৃত্যুImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 29, 2024 | 11:24 AM

ঝাড়গ্রাম: জঙ্গলে গিয়েছিলেন প্রাতঃকৃত্য সারতে। সেই সময়ই হঠাৎ হাজির ‘সে’। পালানোর পথটুকুও খুঁজে পেল না। তার আগেই শেষ হয়ে বৃদ্ধের প্রাণ। হাতির হানায় মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের কেশররেখা রেঞ্জের রামকৃষ্ণপুর এলাকায়।

মৃতের নাম নবীনচন্দ্র ধল (৭০)। তাঁর বাড়ি রামকৃষ্ণপুর গ্রামে। নিত্যদিনের মতো বুধবার সকালেও বাড়ির পাশের একটি জঙ্গলে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন। সেই সময় জঙ্গলে থাকা একটি হাতি চলে আসে তার সামনে। এরপরই সত্তোর বছরের ওই বৃদ্ধকে শুড়ে তুলে আছাড় মারে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পরবর্তী সময়ে বনদফতরে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। হাতির হামলার ঘটনা জেলায় নতুন কিছু নয়। হামেশাই খবরে আসে কখনও রাস্তায় বেরিয়ে, কখনও আবার বাড়িতে ঢুকে হামলা করে দাঁতালের দল। শুধু তাই নয়,  ভোটের সময়ও একাংশ জনগণের চিন্তার বিষয় ছিল এই হাতি। প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের দাবি ছিল, ভোটে দিতে যাওয়ার পথে যদি দাঁতালের মুখোমুখি হতে হয় তাহলে তো অঘোরেই চলে যাবে না। যদিও, সেই রকম কোনও ঘটনার সাক্ষী হতে হয়নি এবারের নির্বাচনের। তবে ভোটের পরই হাতির আক্রমণে এভাবে বৃদ্ধের তরতাজা প্রাণ চলে যাওয়ায় আতঙ্কিত সেখানকার মানুষজন।