ঝাড়গ্রাম: পুরসভার ভোটে মোটেই আশানুরূপ ফল করেনি বিজেপি। এরপর সামনে আসছে পঞ্চায়েত ভোট। সেই কারণে দলকে আরও চাঙ্গা করতে তৎপর গেরুয়া শিবির। ইতিমধ্যে রাজ্যের জেলাগুলিতে সভা, কর্মসূচি করতে শুরু করে দিয়েছেন রাজ্য বিজেপির তাবড়-তাবড় নেতৃত্ব। সেই মতোই ঝাড়গ্রামে শনিবার সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে দলকে আরও শক্তিশালী গড়ে তোলার জন্য এ দিনের এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ঝাড়গ্রাম জেলার প্রতিটি জায়গায় চলছে দুর্নীতি। গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে দলীয় কর্মীদের দুর্নীতি নিয়ে যেভাবে বলেছেন তা যে নাটক বাংলার লোক বুঝেছে।’ এরপর পঞ্চায়েত ভোট নিয়ে তিনি বলেন, ‘আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ এর জবাব দেবে।’ তার পাশাপাশি এও বলেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী সরকারি টাকায় তোলামূল পার্টির উৎসব করতে গিয়েছিলেন ঝাড়গ্রামে। স্টেডিয়ামে যে কর্মিসভা করা হয়েছিল তাতে এসপিডিএম, সরকারি ভাবে গাড়ি দিয়েছেন, ২০০-র বেশি বাস দিয়েছেন। প্রচুর মানুষকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সভায় তৃণমূলের কাদা ছোড়াছুড়ি মানুষ, জেলা পরিষদের চুরির বখড়া, টেন্ডার পদ্ধতি ইত্যাদি একাধিক বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ক্ষেপে রয়েছে। তাঁরা সব দেখছেন।’ এরপর উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী সফরে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই মুখ্যমন্ত্রী সাঁওতালি ভাষার উন্নয়নের কথা বলেন। কখনও-কখনও নাচ করেন। আবার আলিপুরদুয়ারে তাঁর ডায়ে এবং বাঁয়ে থাকা দু’জন আদিবাসী বোন তাঁদেরকে গ্লাভস পরতে হয়। এর মধ্যে দিয়ে আদিবাসী ও নারী সমাজকে এই মুখ্যমন্ত্রী অপমান করেছেন।’