Kultali Dacoity: সর্ষের মধ্যেই ভূত! ডাকাতির গল্প ফেঁদে ৭ লক্ষ লুঠ ড্রাইভার-খালাসিরই

Abhigyan Naskar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 17, 2023 | 6:46 PM

Kultali Dacoity: উল্লেখ্য, কলকাতায় মুদি দোকানের সামগ্রী কিনতে যাওয়ার পথে রাস্তায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরপর দুটি গাড়ি দাঁড় করানো হয়। সেখান থেকে ৭ লক্ষ টাকা লুট হয়। গাড়ির ড্রাইভার-খালাসী অভিযোগ, করেন দুষ্কৃতীরা তাঁদের বেধড়ক মারধর করেছে।

Kultali Dacoity: সর্ষের মধ্যেই ভূত! ডাকাতির গল্প ফেঁদে ৭ লক্ষ লুঠ ড্রাইভার-খালাসিরই
কুলতলিতে ডাকাতি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কুলতলি: কুলতলিতে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘণ্টার ২৪ ঘণ্টার মধ্যে ডাকাতদলকে গ্রেফতার করল কুলতলি থানার পুলিশ। উদ্ধার হল লুট হওয়া সাত লক্ষ টাকা।

উল্লেখ্য, কলকাতায় মুদি দোকানের সামগ্রী কিনতে যাওয়ার পথে রাস্তায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরপর দুটি গাড়ি দাঁড় করানো হয়। সেখান থেকে ৭ লক্ষ টাকা লুট হয়। গাড়ির ড্রাইভার-খালাসী অভিযোগ, করেন দুষ্কৃতীরা তাঁদের বেধড়ক মারধর করেছে। যার জেরে একজনের মাথা ফেটেছে ও অন্য অন্যজন আহত হয়েছেন। এমনকী শূন্যেও চলেছে গুলি।

এরপর তদন্তে নামে কুলতলি থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, গতকালের এই ঘটনার পর তদন্তে নামে কুলতলি থানার পুলিশ। গাড়ি চালক ও খালাসি সঙ্গে কথা বলতে গিয়ে সন্দেহ হয় পুলিশের। গ্রেফতার করা হয় গাড়ির মালিক বিধান মণ্ডল। তাঁকে দফায় দফায় জেরা করার পর আরও দুটি নাম উঠে আসে। একজন দেবু নস্কর ও রঞ্জিত মণ্ডল। জেরা করে পুলিশ জানতে পারে পূর্ব পরিকল্পিতভাবে ডাকাতির নাটক করে এই টাকা হাতিয়ে নেয় তারা। এই ঘটনার সঙ্গে যুক্ত আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মোট এই ডাকাতির ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে লুটের টাকা।

Next Article