Rehab Centre: বর্ধমানের এক নেশামুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যু

Manatosh Podder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 17, 2023 | 5:56 PM

Rehab Centre: মৃতের নাম জামালউদ্দিন মণ্ডল(৩২)। বাড়ি মঙ্গলকোটের সাকোনা গ্রামে। পরিবার সূত্রে খবর, ওই যুবক মাঝে মধ্যেই নেশা করতেন। বাড়িতে কোনও কাজ কর্ম করতেন না। সেই কারণে অতিষ্ঠ হয়ে শেষে পরিবারের সদস্যরা গত অগস্ট মাসে ভাতারের একটি নেশা মুক্তি কেন্দ্রে তাঁকে ভর্তি করান।

Rehab Centre: বর্ধমানের এক নেশামুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যু
বর্ধমানে মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ভাতার: নেশামুক্তি কেন্দ্রে যুবকের মৃত্যু। পরিবারের দাবি ওই যুবককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ইতিমধ্যেই সংস্থার নামে ভাতার থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ দিকে, অভিযোগ দায়ের হতেই তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে নেশামুক্তি কেন্দ্রটি।

মৃতের নাম জামালউদ্দিন মণ্ডল(৩২)। বাড়ি মঙ্গলকোটের সাকোনা গ্রামে। পরিবার সূত্রে খবর, ওই যুবক মাঝে মধ্যেই নেশা করতেন। বাড়িতে কোনও কাজ কর্ম করতেন না। সেই কারণে অতিষ্ঠ হয়ে শেষে পরিবারের সদস্যরা গত অগস্ট মাসে ভাতারের একটি নেশা মুক্তি কেন্দ্রে তাঁকে ভর্তি করান। সেইখানেই চিকিৎসা চলছিল তাঁর।

জানা গিয়েছে, গত রবিবার রাত্রিবেলা নেশামুক্তি কেন্দ্র থেকে পালিয়ে জামালউদ্দিন তাঁর দিদির বাড়ি চলে যায়। এরপর সেখান থেকে সংস্থার লোকজন তাঁকে ফের নেশামুক্তি কেন্দ্রে নিয়ে যায়। মৃতের পরিবারের অভিযোগ, সেখানেই জামালউদ্দিনকে ব্যাপক মারধর করা হয়। এরপর তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সোমবার রাতে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার দেহের ময়না তদন্ত হয় বর্ধমান পুলিশ মর্গে।

পরিবারের দাবি, মৃতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নেশা মুক্তি কেন্দ্রের শারীরিক নির্যাতনের কারণেই এই মৃত্যু হয়েছে।

Next Article