বাংলায় আবার কুম্ভ, প্রকাশ করা হল দিনক্ষণ

মেলা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান উদ্যোক্তারা। ত্রিবেণীসঙ্গম যাতে হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় তার চেষ্টাও করা হচ্ছে বলে জানা যায় এদিনের সম্মেলনে।

বাংলায় আবার কুম্ভ, প্রকাশ করা হল দিনক্ষণ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2024 | 5:45 AM

প্রতি বছরের মতো এবারও ত্রিবেণীসঙ্গমে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। সম্প্রতি সেই কুম্ভ নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল হুগলি জেলার রিষড়ার প্রেম মন্দির আশ্রমে। উপস্থিত ছিলেন রিষড়া প্রেম মন্দিরের সম্পাদক নিরগুনানন্দ ব্রক্ষ্মচারী , আচার্য ড : গোপাল ক্ষেত্রী, মা মুনমুন, কাঞ্চন বন্দ্যোপাধ্যায় ও বিশিষ্ট ব্যক্তিরা।

সাংবাদিক সম্মেলনে সমিতির সদস্যরা জানিয়েছেন, আগামী বছরের ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি হুগলি জেলার ত্রিবেণীসঙ্গমে অনুষ্ঠিত হবে কুম্ভমেলা। ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ১০ হাজার দীপদান করা হবে ও আরতি হবে। আর ১২ ফেব্রুয়ারি হবে শাহী স্নান। যেখানে আনুমানিক ১০ লক্ষ মানুষের সমাগম ঘটবে।

মেলা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান উদ্যোক্তারা। ত্রিবেণীসঙ্গম যাতে হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয় তার চেষ্টাও করা হচ্ছে বলে জানা যায় এদিনের সম্মেলনে। শুধু কুম্ভই নয়, সনাতন হিন্দু ধর্ম রক্ষা করা এবং বাংলার নদ নদী, সংস্কৃত ভাষা, গীতা শিক্ষার প্রসারের কাজেও সমিতি আগামিদিনে উল্লেখযোগ্য পদক্ষেপ করতে চলেছে বলে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে।