লিলুয়া হোম-কাণ্ডে দোষীদের তিনদিনের মধ্যে শাস্তি চাই, হুঁশিয়ারি লকেটের

Jan 07, 2021 | 5:04 PM

লকেট বলেন, মুখ্যমন্ত্রী মহিলা হলেও, এ রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা নেই।

লিলুয়া হোম-কাণ্ডে দোষীদের তিনদিনের মধ্যে শাস্তি চাই, হুঁশিয়ারি লকেটের
বুধবার রাতে থানার সামনে বিজেপির বিক্ষোভ।

Follow Us

হাওড়া: লিলুয়া হোম-কাণ্ড নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার হোম পরিদর্শনে গিয়েছিলেন হুগলির সাংসদ লকেট। হোম সুপারের সঙ্গে সাক্ষাৎ করে ফেরার পর সাংসদ বলেন, “তিনদিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে। না হলে বৃহত্তর আন্দোলন করব আমরা।”

বুধবারই লিলুয়ার সরকারি হোমে এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসে। হুগলির চুঁচুড়ার এক নাবালিকা হোম থেকে ফিরে অভিযোগ করেন, সেখানকার সিনিয়র আবাসিকরা তাঁকে হাতে সেফটিপিন দিয়ে নাম লিখতে বাধ্য করেছে। এরপরই মেয়েকে নিয়ে বেলুড় থানায় ছোটে পরিবার।

রাতে ওই নাবালিকাকে নিয়ে পুনরায় থানায় যান বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। বেলুড় থানার সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ লিলুয়া হোম পরিদর্শন ও ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে যান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্ররা। সুপারের সঙ্গে দেখা করার পর লকেট অভিযোগ তোলেন, হোমে অব্যবস্থা চলছে। নাবালিকাদের দিয়ে নানারকম অসামাজিক কাজ করানো হয় বলেও অভিযোগ তোলেন তিনি। লকেট বলেন, মুখ্যমন্ত্রী মহিলা হলেও, এ রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা নেই। বিজেপি সাংসদের কথায়, “যদি এ ঘটনায় কোনও দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে সারা বাংলা জুড়ে আন্দোলন গড়ে তুলবে বিজেপি মহিলা-মোর্চা।”

বুধবার অগ্নিমিত্রা পালও মারাত্মক অভিযোগ তুলেছিলেন হোম নিয়ে। অগ্নিমিত্রা জানান, ”কানাঘুঁষো খবর আসছে ১১টা থেকে ১টার মধ্যে মেয়েদের হোম থেকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয়। আমি নিশ্চিত নই, শোনা যাচ্ছে স্থানীয় তৃণমূলের কাউন্সিলররাও নাকি এতে যুক্ত। না হলে কী করে পুরুলিয়া হোমের ভিতর ঢুকে ধর্ষণ করতে পারে। সর্ষের মধ্যে ভূত না থাকলে এটা সম্ভব!”

যদিও এ নিয়ে চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কটাক্ষ করে বলেন, “নির্বাচন সামনে তাই কিছু গিমিক দিতে হবে বিজেপিকে। কোথাও অন্যায় হলে বাংলার মুখ্যমন্ত্রী বিচার করেন। হোমে যদি সত্যি কোনও অন্যায় হয়ে থাকে তাহলে ব্যবস্থা অবশ্যই হবে।”

Next Article