Loksabha Election 2024: ‘লালভাই’ ভোটের ময়দানে, প্রাক্তন মিম নেতাকে ভোটকাটুয়া বলছে তৃণমূল

TMC: তৃণমূল, বিজেপি, বাম-কংগ্রেসের প্রার্থী সকলেই লড়ছেন এ কেন্দ্র থেকে। তাতে এজাজের নাম যুক্ত হওয়ায় একটু ঝটকাই লেগেছে সকলের। টিকিয়াপাড়ার বাসিন্দা এজাজ আহমেদ এর আগে এলাকায় বস্তি উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন।

Loksabha Election 2024: 'লালভাই' ভোটের ময়দানে, প্রাক্তন মিম নেতাকে ভোটকাটুয়া বলছে তৃণমূল
এজাজ আহমেদ সাংবাদিকদের মুখোমুখি। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2024 | 10:02 PM

হাওড়া: হায়দরাবাদের আঞ্চলিক দল ‘মজলিশ এ ইত্তেহাদুল মুসলিমিন’। মিম তার চলতি নাম। যার কর্ণধার আসাদুদ্দিন ওয়াইসি। এবার সেই মিমের প্রাক্তন কনভেনার এজাজ আহমেদ ভোটের ময়দানে। যাঁর পরিচিতি লালভাই নামে। ২০ মে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের ভোট। এই কেন্দ্রেই নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন এজাজ আহমেদ। এদিকে এজাজের ভোটে দাঁড়ানোর খবর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তৃণমূলের দাবি, ভোট কাটতে বিজেপির এ পন্থা আগেও দেখেছে বাংলা। পাল্টা বিজেপির দাবি, ভোটে দাঁড়ানোর অধিকার সকলের আছে। বঞ্চনার বিরুদ্ধে কেউ যদি সরব হন তাহলে সমর্থনও পাবেন।

তৃণমূল, বিজেপি, বাম-কংগ্রেসের প্রার্থী সকলেই লড়ছেন এ কেন্দ্র থেকে। তাতে এজাজের নাম যুক্ত হওয়ায় একটু ঝটকাই লেগেছে সকলের। টিকিয়াপাড়ার বাসিন্দা এজাজ আহমেদ এর আগে এলাকায় বস্তি উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন।

তৃণমূলের অভিযোগ, বিহার ও উত্তর প্রদেশের মতো এখানেও সংখ্যালঘু ভোট কাটতে তাঁকে বিজেপির পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে। মন্ত্রী অরূপ রায় বলেন, বিজেপি নির্বাচনে অনেক টাকা খরচ করছে। এজাজকেও ভোটে দাঁড় করিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। জানেন কাকে ভোট দেবেন, কাকে দেবেন না। তৃণমূলকেই ভোট দেবেন মানুষ।

তবে এজাজ আহমেদের কথায়, “প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া সদর কেন্দ্র থেকে তিন বার সাংসদ হিসাবে নির্বাচিত হলেও এলাকার কোনও কাজ করেননি। সংসদে তাঁকে এই হাওড়া নিয়ে কিছু বলতেও শোনা যায়নি। চুপ করে বসে থাকেন। এলাকার সংখ্যালঘু মানুষদের উন্নয়নের জন্য তিনি কোনও কাজ করেননি। এই বঞ্চনার প্রতিবাদেই আমার ভোটে দাঁড়ানো।”

তবে প্রাক্তন মিম নেতা বিজেপিকে কি সত্যি সুবিধা করে দিতে ভোটময়দানে? বিজেপি প্রার্থী ও হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী বলেন, “সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু যারা বঞ্চনার শিকার, যারা আওয়াজ তুলছেন, তাদের পাশে আমরা আছি।” প্রসূন অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বলেন, বঞ্চনার অভিযোগ মিথ্যা। মানুষ বুঝেই এবারও ভোট দেবেন।