C V Ananda Bose: রাজ্যপালের বিরুদ্ধে উঠছে অভিযোগ, শুনে কী বললেন বিধানসভার স্পিকার
Biman Banerjee: পুলিশের কাছে অভিযোগ যাওয়ার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এরপর কী হতে পারে? সে নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। এই বিতর্কের আবহে এবার মুখ খুললেন বিধানসভার স্পিকার। তাঁর বক্তব্য, 'রাজ্যপালের বিরুদ্ধে কোনও মামলা হতে পারে না।'
বারুইপুর: রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, এবার তা নিয়ে মুখ খুললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ জানিয়েছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাজ্যপাল বোস। রাজ্যপালের বিবৃতি, ‘এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ভোটের বাংলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাবমূর্তি কালিমালিপ্ত করা হচ্ছে। সত্য সামনে আসবে।’ তবে পুলিশের কাছে অভিযোগ যাওয়ার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এরপর কী হতে পারে? সে নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। এই বিতর্কের আবহে এবার মুখ খুললেন বিধানসভার স্পিকার। তাঁর বক্তব্য, ‘রাজ্যপালের বিরুদ্ধে কোনও মামলা হতে পারে না।’
শুক্রবার সন্ধেয় যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্য়ায়। হুড খোলা গাড়িতে চেপে প্রচার করছিলেন। তৃণমূলে যুব নেত্রী সায়নীও সেই গাড়িতেই ছিলেন। সায়নীকে পাশে দাঁড় করিয়ে সংবিধানের ব্যাখ্যা দিয়ে বর্ষীয়ান রাজনীতিক বিমান বন্দ্যোপাধ্যায় বললেন, ‘রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনও মামলা হতে পারে না।’
প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে ইতিমধ্যেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে মমতা বলেছেন, ‘সন্দেশখালি নিয়ে কথা বলেন, আর ঘরের কর্মীর সঙ্গে কেন এমন করলেন?’ তৃণমূল নেত্রী আরও বলেছেন, ‘আমার কাছে আগেও হাজারটা ঘটনা এসেছে। আমি কোনও দিন কোনও কথা বলিনি। কাল মেয়েটির কান্না আমি দেখেছি। ভিডিয়োটা মন দিয়ে দেখেছি।’