TV9 বাংলা ডিজিটাল: ৩০ টাকার লটারি কেটে কোটিপতি দিনমজুর। কিন্তু তাতে গিয়েছে রাতের ঘুম। একসময়ে যখন পেটের ভাত জোটাতে ঘাম ফেলতে হত, তখনও রাতে ঘুমোতেন নিশ্চিন্তে। আজ কোটিপতি হয়ে মালদার সেই দিনমজুর পরিবারের আতঙ্কে রাতের ঘুম ছুটেছে। দুষ্ট চক্রের ভয়ে সিঁটিয়ে রয়েছেন তাঁরা। আত্মগোপন করেছেন আত্মীয়ের বাড়িতে। দ্বারস্থ হয়েছেন থানার।
২৬ নভেম্বর মর্নিং লটারি কেটেছিলেন মালদার রতুয়ার ২ নম্বর ব্লকের আড়াইভাঙা গ্রামের দিনমজুর দানেশ আনসারি। কপাল খুলে যায় তাঁর। শনিবার তাঁরই এক সহকর্মী খবর দেন লটারিতে কোটি টাকা জিতেছেন তিনি। কিন্তু দানেশের কথায় খুশি যতটা হয়েছেন, তাঁর থেকে বেশি আতঙ্কিতও তিনি। টাকা টাকা হাতিয়ে নিতে পারে কোনও দুষ্টুচক্র। ভয়ে রবিবার পুলিসের দ্বারস্থ হয়েছেন তিনি।
আরও পড়ুন: কবে থেকে দলের সঙ্গে বাড়ল দূরত্ব? কবে থেকে ‘নিস্পৃহ’ হতে শুরু করলেন শুভেন্দু?
লটারির টাকা দিয়ে তিন ছেলেমেয়েকে পড়াতে চান তিনি। আর নিজে দিনমজুরির কাজ করেই খেটে চালাতেন চান সংসার।