TV9 বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, শাসকদলের অন্দরের গোষ্ঠীকোন্দলও ততটাই স্পষ্ট হচ্ছে। এবার খোদ দলীয় বিধায়ককে ডাকা হল না তৃণমূল কংগ্রেসের (TMC) সভায়। দলের নেতা-কর্মীদের এই কাজে ওই বিধায়ক অত্যন্ত ক্ষুব্ধ।
হুগলির তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রচপাল সিং (Rachpal Sing) রাজনীতির প্যাঁচ থেকে দূরেই থাকেন। দলের বিরুদ্ধে কথা বলে বির্তকে জড়িয়েছেন, এমন উদাহরণও নেই। তা সত্ত্বেও দলীয় সভায় ডাক না পেয়ে রীতিমতো হতবাক তিনি। এই ঘটনার পর রচপাল সিং দাবি করেন, তিনি অত্যন্ত অপমানিত এবং মর্মাহত এই ঘটনায়।
আরও পড়ুন: ভাঙন অব্যাহত শাসক শিবিরে, কুপার্সের দুই প্রাক্তন কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে
রচপালের কথায়, আমি সাংঘাতিক অপমানিত বোধ করছি। গত ১০ বছর ধরে বিধায়ক পদে রয়েছি, কখনও ভাবিনি এরকম কিছু হতে পারে। কে বা কারা এই অনুষ্ঠানের দায়িত্বে ছিল, কারাই বা এই সভার আয়োজন করেছিল, তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন।