বিজেপি নেতার ওপর হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: সুমন মহাপাত্র

Nov 30, 2020 | 8:38 AM

চেয়ার, টেবিল, টিভি, মনীষীদের ছবি ভাঙচুর করা হয়। শ্যামল সুব্রত-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সুব্রত দে।

বিজেপি নেতার ওপর হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর

Follow Us

bfTV9 বাংলা ডিজিটাল: বিজেপি নেতার ওপর হামলা. দলীয় কার্যালয় ভাঙচুর। ঘটনাকে ঘিরে উত্তেজনা বীরভূমের খাতড়ায় (Attacked on BJP Leader)। বিজেপির জেলা সাংগঠনিক সহ সভাপতির শ্যামল সরকার আঙুল তুলেছেন ব্লক যুব তৃণমূলের সহ সভাপতি সুব্রত দে-র দিকে। তাঁর অভিযোগ, সুব্রতর লোকজনই তাঁর ওপর হামলা চালিয়েছেন।

লাঠি, বাঁশ নিয়ে ভাঙচুর চালিয়েছেন বিজেপির দলীয় কার্যালয়ে। খাতড়া কোর্ট রোডের বাড়ির সামনে অফিসে ভাঙচুর চালানো হয় (Attacked on BJP Leader)। রড আর লাঠি দিয়ে তাঁর মাথাতে দুষ্কৃতিরা আঘাত করার চেষ্টা করে বলে অভিযোগ।

আরও পড়ুন:  অভিষেকের সভায় অনুপস্থিত মৌসম বেনজরি নুর, শুরু জল্পনা



চেয়ার, টেবিল, টিভি, মনীষীদের ছবি ভাঙচুর করা হয়। শ্যামল সুব্রত-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সুব্রত দে।

Next Article