ভাঙন অব্যাহত শাসক শিবিরে, কুপার্সের দুই প্রাক্তন কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে

TV9 বাংলা ডিজিটাল: ত়ৃণমূল কংগ্রেসের (TMC) ভাঙন থামার নাম নিচ্ছে না। প্রত্যেকদিনই কোথাও না কোথাও শাসকদলের নেতা-কর্মীরা নাম লেখাচ্ছেন গেরুয়া শিবিরে। সেই নিদর্শনই এবার পাওয়া গেল নদিয়ার কু্পার্সে। বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিতিতে এক জনসভা থেকে তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলর বিজেপিতে যোগ দিলেন। আরও পড়ুন: বিমল রাজ্যে ফেরায় উজ্জীবিত মোর্চা শিবির, […]

ভাঙন অব্যাহত শাসক শিবিরে, কুপার্সের দুই প্রাক্তন কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে
Follow Us:
| Updated on: Nov 30, 2020 | 8:58 AM

TV9 বাংলা ডিজিটাল: ত়ৃণমূল কংগ্রেসের (TMC) ভাঙন থামার নাম নিচ্ছে না। প্রত্যেকদিনই কোথাও না কোথাও শাসকদলের নেতা-কর্মীরা নাম লেখাচ্ছেন গেরুয়া শিবিরে। সেই নিদর্শনই এবার পাওয়া গেল নদিয়ার কু্পার্সে। বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিতিতে এক জনসভা থেকে তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলর বিজেপিতে যোগ দিলেন।

আরও পড়ুন: বিমল রাজ্যে ফেরায় উজ্জীবিত মোর্চা শিবির, ডুয়ার্সে সিরিয়াল সভার পরিকল্পনা

সূত্রের খবর, বিজেপিতে নাম লেখানো দুই প্রাক্তন কাউন্সিলরের নাম চম্পা মাঝি ও পরিতোষ মাঝি। নাম চম্পা মাঝি দুবারের ও পরিতোষ মাঝি তৃণমূলের একবারের কাউন্সিলর। পরিতোষ মাঝি একসময় কুপার্স শহরের যুব তৃণমূলের কার্যকরী সভাপতির পদেও আসিন ছিলেন। বিজেপি ত্যাগী এই নেতার অভিযোগ, দল তাঁর সঙ্গে বেইমানি করেছে। যদিও শাসকদলের নেতাদের পাল্টা দাবি, পরিতোষ মাঝি দুর্নীতিগ্রস্ত। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই থেকে নিজেকে সুরক্ষিত রাখতেই বিজেপিতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন ওই তৃণমূল নেতা।