মালদা: তৃণমূল ছেড়ে এখনই কোত্থাও যাচ্ছেন না তিনি। যা রটেছে, তা সবটাই ষড়যন্ত্র। কিন্তু এই ষড়যন্ত্র দলেরই অন্দরে হয়েছে নাকি বাইরের মাথা কাজ করছে, তা স্পষ্ট করতে পারলেন না মালদা জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর (Mausam Benazir Noor)।
সাম্প্রতি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হয়েছে চরম জল্পনা, এমন সময় মৌসম বেনজির নূরকে নিয়েও মাথাচাড়া দিয়েছে অনিশ্চয়তা। তিনিও বোধহয় ‘দাদা’রই হাত ধরবেন, এমনই গুঞ্জন শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে। এই প্রেক্ষিতেই মৌসমের এদিনের বিবৃতি সামনে এল। কিন্তু গণিখান চৌধুরীর ভাগনিকে নিয়ে কেন এই জল্পনা? জানা যাচ্ছে, মালদা জেলায় তৃণমূলের একটি উচ্চস্তরীয় সাংগঠনিক বৈঠকে মৌসম বেনজির নূরের অনুপস্থিতির কারণেই নাকি এমন জল্পনার জন্ম হয়েছে।
শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরই মালদায় সাংগঠনিক বৈঠকের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এই জেলায় শুভেন্দু অধিকারীকেই সংগঠনের বাড়ানোর দায়িত্ব দিয়েছিল দল। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠকটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। সেখানে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী-সহ উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। কীভাবে একুশের লড়াই জিতবে হবে, জেলাস্তরে তারই ‘ব্লু প্রিন্ট’ তৈরি করা ছিল বৈঠকের মূল আলোচ্য বিষয়।
তবে সেদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন মৌসম বেনজির নূর। তাঁরই ঘনিষ্ঠরা দাবি করেছিলেন, জ্বরের কারণেই বাড়িতে ছিলেন নেত্রী। অনুপস্থিত ছিলেন সাবিত্রী মিত্রও। তাঁরও বাড়িতে সমস্যা ছিল বলে সুব্রত বক্সিকে ফোনে জানিয়েছিলেন তিনি। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, শুভেন্দু অধিকারীর ইস্তফার পরই কি মালদায় তৃণমূলের ভিত নড়তে শুরু করেছে?
শুভেন্দুর হাত ধরেই তৃণমূলের এসেছিলেন মৌসম বেনজির নূর। তাই তিনি ‘দাদা’রই অনুগামী হবেন বলে জল্পনা তৈরি হয় রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মধ্যে। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে প্রচার হতে শুরু করে, মৌসম নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর পদত্যাগপত্রও পাঠিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: ‘দুয়ারে সরকারে’র পাল্টা ‘গৃহসম্পর্ক’? পথে নামলেন তথাগত
এই জল্পনা এমন স্তরে পৌঁছয় যে অস্বস্তিতে পড়েন মৌসম নিজেও। প্রশ্ন এড়াতে নিজেই ডাকেন সাংবাদিক বৈঠক। বলেন, “আমার রাজনৈতিক কেরিয়ারকে কলুষিত করতেই এমন প্রচার চালানো হয়েছে। আমি কোনও পদত্যাদপত্র পাঠাইনি।” এই ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেন তিনি। দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর স্বাভাবিক সম্পর্কই রয়েছে বলেই এদিন জোরের সঙ্গে জানান মৌসম বেনজির নূর।