মালদহ: পিকনিক করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। আহত আরও তিন জন। মর্মান্তিক দুর্ঘটনা পুরাতন মালদার (Malda) বাইপাস সংলগ্ন এলাকায়। মৃতদের নাম মোজাহার আলি (৩০) ও রুম্পি দেব শর্মা (১৯)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সত্য দেব শর্মা তাঁর দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে মালদার মায়াবন এলাকায় কোম্পানির পিকনিকে গিয়েছিলেন। সত্য দেব শর্মা রডের ব্যবসা করতেন। রুম্পি তাঁদের বড় মেয়ে। মোজাহার আলি ছিলেন তাঁদের গাড়ির চালক। রবিবার বিকেলে পিকনিক সেরে গাড়িতে বাড়ি ফিরছিলেন তাঁরা।
বাইপাস এলাকায় মালদার দিক থেকে একটি ড্রাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের গাড়ির। ডাম্পারটি ফারাক্কার দিকে যাচ্ছিল। দুমড়ে-মুছড়ে যায় সত্যদেবের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় সত্যদেবের বড় মেয়ে রুম্পির। গুরুতর জখম হন সত্যদেব। স্থানীয়রাই দৌঁড়ে গিয়ে তাঁদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া।