মালদা: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে ফের তাজা বোমা (Bomb) উদ্ধার। গোয়ালঘর থেকে ব্যাগ ভর্তি সেই বোমা উদ্ধার হয়েছে। মালদার মানিকচকের জেসারত টোলায় আতঙ্ক। পঞ্চায়েত ভোটের আগে এহেন ঘটনায় ফেরে উত্তেজনা।
মালদার মানিকচকের ধরমপুরে অঞ্চলের জেসারত টোলা এলাকা। সেখানে বাঁধ রোডের এক গোয়ালঘরে একটি পরিত্যক্ত ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। এবং বোম স্কোয়্যাড। ইতিমধ্যে আটক হয়েছেন এক যুবক। ধৃতের নাম আবু কালাম আজাদ (৩০)। তাকে মানিকচক থানায় নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই গোয়াল ঘরের মালিক এই যুবক। যদিও তাঁর বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরে ওই গোয়াল ঘর। মোট ১২ টি বোমা উদ্ধার। সব বল বোমা।
উল্লেখ্য, কয়েকদিন আগেও মালদায় এক সঙ্গে ৪৯ টি বোমা উদ্ধার হয়। কালিয়াচকের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের সাইলাপুরের ঘোষপাড়া ও সোনাপাড়ার মাঝামাঝি বাঁশের ঝোপে বোমাগুলি দু’টি জারিকেনে রাখা ছিল। দুই জায়গায় ৪৯ টি আধ পোড়া বোমা উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারাই সেগুলি প্রথমে দেখতে পান। সমস্ত নিয়মকানুন মেনে দমকল, মেডিক্যাল টিম ও পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব স্কোয়ার্ড।